উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১/০৭/২০২৪ ৭:২১ এএম

বারান্দায় কাপড় আনতে গিয়ে মাথায় গুলি লাগে নাইমার
সামনে মেয়ে, পেছনে মা। মায়ের সঙ্গে চারতলার বাসার বারান্দায় শুকানো কাপড় আনতে যান রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী নাইমা আক্তার সুলতানা (১৫)। এ সময় তাদের বাসার নিচে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। হঠাৎ একটি গুলি তার মাথায় লাগলে মাটিতে লুটিয়ে পড়েন। এর পর হাসপাতালে নেওয়ার পথে মারা যান সুলতানা।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে ঢাকা পোস্টের কাছে এভাবেই স্কুল শিক্ষার্থী নাইমা আক্তার সুলতানা নিহত হওয়ার বর্ণনা দেন তার বাবা গোলাম মোস্তফা দেওয়ান।

তিনি বলেন, আমার স্বপ্ন ছিল ছেলে-মেয়েকে উচ্চ শিক্ষিত করে সমাজ দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করব। সেই স্বপ্ন পূরণ করতে স্ত্রী-সন্তানকে অজোগাঁপাড়া গ্রাম থেকে পাঠিয়ে দিই রাজধানীর উত্তরায়। সেখানে ২০২১ সালে সপ্তম শ্রেণিতে উত্তরা মাইলস্টোন স্কুলে ভর্তি করাই। এর আগে মতলব দক্ষিণের নারায়ণপুরে একটি প্রাইমারি স্কুল থেকে বৃত্তিপায় মেয়েটি। পরে পুটিয়া হাইস্কুলে ৬ষ্ঠ শ্রেণি পাস করে। এখন আমার সব শেষ। আমি ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য উত্তরায় বাসা নিয়েছি। ঘটনার দিন, বারান্দায় শুকানো কাপড় আনতে যায় মেয়েটি। বারন্দা গেলে সেখানে মাথায় গুলিবিদ্ধ হয়। গুলির আঘাতে আমার মেয়ের মাথার মগজ খুলে যায়। আমার তিন সন্তানের মধ্যে মেয়েটি অনেক ভালো ছাত্রী ছিল।

তিনি বলেন, কোটা আন্দোলনে আমার সন্তানরা অংশগ্রহণ করেনি। কী অপরাধ ছিল আমার মেয়ের? সে তো আন্দোলনে যায়নি? তাহলে কী অপরাধে কারা এমন করে আমার মেয়েটাকে মারল? কার কাছে বিচার চাইব? আমি এখন কী নিয়া বাঁচব? জানি না ওপারে আমার মেয়েটা এখন কীভাবে আছে। আমার মেয়ের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। বিনা অপরাধে পৃথিবী থেকে তাকে সরিয়ে দেওয়া হলো।

জানা গেছে, নাইমা সুলতানার (১৫) গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের আমুয়াকান্দা গ্রামে। গোলাম মোস্তফা দেওয়ান ও আইনুন নাহার বেগম দম্পতির মেঝো মেয়ে সে। তার বাবা একজন হ্যোমিও চিকিৎসক। মা আইনুন নাহার বেগম ও ভাইয়ের সঙ্গে ঢাকায় বসবাস করত নাইমা। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল মেজো। বড় বোন তাসফিয়া সুলতানা ঢাকা মাইলস্টোন কলেজে একাদশ শ্রেণিতে পড়েন। ছোট ভাই আব্দুর রহমান ঢাকার উত্তরা এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র । তারা উত্তরার ৫ নম্বর সড়কের একটি ভাড়া বাসায় থাকেন।

স্থানীয়রা জানান, গত ১৯ জুলাই উত্তরায় ৫ নম্বর সড়কে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলছিল। সেখানে পুলিশ-শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছিল। ওই সড়কের পাশেই একটি ভবনের চারতলায় পরিবারের সঙ্গে থাকত উত্তরা মাইলস্টোন স্কুলের দশম শ্রেণির ছাত্রী নাইমা আক্তার সুলতানা। বারান্দায় শুকানো কাপড় আনতে গিয়ে মাথায় গুলি লাগে তার। সেখানেই লুটিয়ে পড়ে সে। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ২০ জুলাই নাইমাকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।

সাহিদা নামে এক প্রতিবেশী জানান, মেয়েটা অনেক ভালো ছিল। সে বাড়িতে আসলে আমারদের সঙ্গে খুব ভালো ব্যবহার করত।

মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন বলেন, এমন মৃত্যুতে আমরা শোকাহত। আমাদের পরিষদের পক্ষে থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।ঢাকা পোষ্ট

পাঠকের মতামত

চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আ. লীগ-যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ...

চট্টগ্রাম আদালত এলাকায় রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম আদালত এলাকায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে ...

কক্সবাজারে দুর্নীতির দায়ে আ.লীগ নেতাসহ ৫ জনের নামে মামলা

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দিন আহমদ সিআইপিসহ ৫ জনের বিরুদ্ধে ...