বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২২/০৯/২০২৪ ৩:৩৮ পিএম

“লেগেছেরে লেগেছে,রক্তে আগুন লেগেছে” স্লোগান শুনেই মনে হবে কোনো এক যৌক্তিক দাবী নিয়ে তীব্র আন্দোলন চলছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে উখিয়া উপজেলা পরিষদ চত্বরে মিছিল নিয়ে জড়ো হয় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ত্রিশ-চল্লিশ জন শিক্ষার্থীদের একটি দল।

যাদের ব্যানারে লেখা ছিলো, ” বার্ষিক পরীক্ষা বাতিল চাই।” যদিও দাবী প্রাসঙ্গিক না হওয়ায় এসব শিক্ষার্থীরা মিনিট বিশেক অবস্থানের পর ফিরে আসতে বাধ্য হয় উখিয়ার গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা থেকে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে এবছর চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি জানিয়ে আসছিলেন অভিভাবক ও শিক্ষাবিদসহ বিভিন্ন অংশীজন। কিন্তু তাতে কর্ণপাত করেনি শেখ হাসিনা সরকার।

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার গণদাবি আমলে নিয়ে সমালোচিত কারিকুলাম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এবং দেওয়া হয়েছে আগামী বছর থেকেই পুরনো কারিকুলামে ফেরার ইঙ্গিত।

ফলে সীমিত সিলেবাসে আগের মতোই বার্ষিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

উখিয়া মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বদরুল আলম জানিয়েছেন, মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্দেশনা পেয়েছে এবং সে আলোকেই পরীক্ষা নেওয়া হবে।

তিনি বলেন, ” পরীক্ষা বাতিলের দাবীটির যৌক্তিকতা নেই, আমি শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছি তারা বিদ্যালয়কে অবহিত করেছে কিনা? অসুবিধে থাকলে তারা সেখানে জানাতো কিন্তু সেটি না করে এখানে চলে এসেছে।”

পরীক্ষা নেওয়ার বিষয়টি বুঝিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরত পাঠানো হয় বলে জানান তিনি।

পাঠকের মতামত

হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত: সারজিস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ...

সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল উখিয়ার কিশোরের

চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ...