প্রকাশিত: ১৬/০৮/২০১৬ ৮:০২ পিএম

Botto [Max Width 320 Max Height 240]শ.ম. গফুর, উখিয়া ::
উখিয়ার বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত ১৪ আগষ্ট (রবিবার) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলে। ৪ অভিভাবক সদস্য (পুরুষ) ও ১ মহিলা অভিভাবিকা সদস্য সহ ৫ টি পদের বিপরীতে ২ প্যানেলের ৯ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন। ৪১৫ ভোটের মধ্যে ৩৫৯ অভিভাবক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ফজল কাদের চৌধুরী ভুট্টো প্যানেলের নিরস্কুশ বিজয় হয়েছে। অপর প্যানেল বখতার, আবছার গ্র“প সমর্থিত প্রার্থীদের ১ জন নির্বাচিত হলেও অপর প্রার্থীরা ধরাশয়ী হয়। ঘোষিত ফলাফলে ভুট্টো প্যানেলের ফজল কাদের চৌধুরী ভুট্টো সর্বোচ্চ ২২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্যানেলের অপর নির্বাচিত রহমত উল্লাহর প্রাপ্ত ভোট ১৮৪ ও মহিলা অভিভাবিকা সদস্য পদে নির্বাচিত হন ভুট্টোর আপন ছোট বোন মনোয়ারা বেগমের প্রাপ্ত ভোট ১৮২। নিকটতম প্রতিদন্ধী মমতাজ বেগম পান ১৪৪ ভোট। অপর নির্বাচিত নুরুল আমিন ভুট্টোর প্রাপ্ত ভোট ১৭৪, হেলাল উদ্দিন- ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। ধরাশয়ী প্রার্থীদের প্রাপ্ত ভোট মনিরুল হক ১১৭, নুরুল আলম- ১২০, অছিয়র রহমান ১২০। উল্লেখ্য, বকতার, আবছার সমর্থিত গ্র“প বিপুল টাকা ছিটিয়েও ভুট্টো প্যানেলের কাছে ধরাশয়ী হয়। ভুট্টো প্যানেলের নির্বাচিত ৩ জনই একই পরিবারের সদস্য। শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচিত হন অমল ভট্টাচার্য ও ছৈয়দ আলম দিপ্তী, দাতা সদস্য নির্বাচিত হন সাবেক ইউপি সদস্য আলী হোছাইন। নির্বাচন পরিচালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

পাঠকের মতামত

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সঠিক তথ্যসেবার বিকল্প নেই

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাংবাদিকরা তথ্যসেবার মাধ্যমে রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে ...