প্রকাশিত: ১৮/০৮/২০১৬ ৯:৩৬ পিএম

mail.google.comএম.এ আজিজ রাসেল
শহরের বাসটার্মিনালের এলাকার অতিথি হোটেলের সামনে থেকে ৩ হাজার ৮৬০ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। গতকাল বেলা ৩ টায় এএসপি মোঃ শরাফত ইসলাম এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, ইয়াবা লেনদেনের গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দক্ষিণ রুমালিয়ারছড়ার মোহাম্মদুর রহমানের পুত্র মোঃ জসিম উদ্দিন (২৫) কে আটক করা হয়। পরে তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ৩ হাজার ৮৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লক্ষ ৪৪ হাজার টাকা। তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। সে পেশাদার মাদক চক্রের সক্রিয় সদস্য। তাকে জব্দকৃত আলামতসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল উখিয়ার কিশোরের

চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ...