হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পেয়েছিলাম, সচিবালয়ের আগুন নিয়ে আসিফ
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। সবশেষ সকাল ...
এই মেয়েটা ঢাকা থেকে কক্সবাজার (কমপক্ষে ১০ ঘন্টার জার্নি) এভাবে বসে ছিলো, মহিলাটা কে দেখেন কি শান্তিতে ঘুমাচ্ছে! মেয়েটা কি মানুষ না? ওর জন্য আলাদা একটা সিট নিলে কি খুব বেশি টাকা লাগতো?
বিবেক কবে জাগ্রত হবে মানুষের? আরেকটা ছবিতে দেখেছিলাম কাজের মেয়ে কে পাশে বসিয়ে রেখে এক মহিলা রেস্টুরেন্টে পেট পুরে খাচ্ছে! আচ্ছা নিম্ন শ্রেনীর ওরা কি অন্য কোনো প্রানী? ওদের মানুষ হতে হলে কি বড়লোকদের মতো টাকা ইনকাম করা লাগবে? টাকা থাকলেই বুঝি মানুষ কে মানুষ বলে গন্য করা হয়? নাহলে না……..?
সমাজ এদের কে চিনে রাখুক! তবুও যদি এদের মতো মানুষদের বিবেক-বুদ্ধি জাগ্রত হয়!
পাঠকের মতামত