পটুয়াখালীর মহিপুরে গ্রীন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় সাগর শিকদার অনু (২৭) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৭টায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
মৃত সাগর মনোহরপুর গ্রামের জয়দেব সিকদারের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স, কলাপাড়া কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের নৈশ প্রহরী এবং অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পটুয়াখালীর মহিপুরে গ্রীন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।