আমাদের নিয়ত সহিহ, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন: সিইসি
অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন নতুন নির্বাচন কমিশনার ...
ঢাকা: রাজধানীর কাকরাইলে বাসের ধাক্কায় ওয়াজি উল্লাহ (৬০) নামে তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় আলেমের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াজি উল্লাহর গ্রামে বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা বালিয়াপুরে। তবে তিনি স্বপরিবারে রাজধানীর শনিরআখরা এলাকায় থাকতেন।
নিহতের মেয়ের জামাতা ইব্রাহিম জানান, তিনি (ওয়াজি উল্লাহ) কাকরাইল মসজিদে ৪০ বছর ধরে বয়ান দিয়ে আসছিলেন। সোমবার সকালে ওই মসজিদের সামনে তিনি চলাফেরা করছিলেন। এসময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরির্দশক (এসআই) বাচ্চু মিয়া জানান, বৃদ্ধের মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে।
পাঠকের মতামত