নিউজ ডেস্ক::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মনসার টেক এলাকায় গত শনিবার বিকেল ৪টা ১৯ মিনিটে হানিফ পরিবহনের একটি বাস দাঁড় করাল পুলিশ। গাড়িতে উঠেই যাত্রীদের শরীর ও ব্যাগ তল্লাশি শুরু করলেন সাদা পোশাকের এক ব্যক্তি। রাগান্বিত চেহারা, কর্কশ কণ্ঠস্বর তাঁর। ধমকের সুরে এক যাত্রীকে প্রশ্ন করলেন, ‘কোত্থেকে উঠেছেন?’ যাত্রীর মিউমিউ উত্তর, ‘কেরানিহাট।’ ‘সিট থেকে উঠে আসেন, ব্যাগ দেখি’ বলেই শুরু করলেন তল্লাশি। যাত্রীর বসার আসনে পা দিয়ে উপরে ব্যাগ রাখার কেবিনে উঁকি দিলেন, হাতড়ে দেখলেন। আসনের নিচেও এক পলক দেখে নিলেন।
বাসে এভাবে একের পর এক যাত্রী তল্লাশির এক পর্যায়ে গাড়িতে উঠলেন একজন পুলিশ কনস্টেবল। কিন্তু তিনি নির্বিকার। কারো শরীর তল্লাশি করলেন না। ওই লোকটি চালাচ্ছিলেন তল্লাশি। এ সময় তাঁকে প্রশ্ন করা হয়, ‘ভাই, আপনি পুলিশ?’ শুনেই ভ্রু কুঁচকে বিরক্ত ভঙ্গিতে উত্তর দিলেন, ‘না, আমি চেকার।’
‘যাত্রীর শরীর তল্লাশি করবে পুলিশ, চেকার মানে কী?’-প্রশ্নটি শুনে আরো বিরক্ত তিনি। পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কনস্টেবলকে দেখিয়ে বললেন, ‘দেখছেন না পুলিশ আছে! আমি চেক করলে সমস্যা কী?’
এর পর দুজনই হনহন করে গাড়ি থেকে নেমে গেলেন। গাড়িও গন্তব্যস্থল চট্টগ্রামের দিকে রওনা দিল।
যাত্রীদের একজন আবদুল হামিদ বলেন, ‘যেভাবে কর্কশ ভাষায় কথা বলেছেন ওই লোক, মনে করেছিলাম গোয়েন্দা পুলিশের বড়কর্তা! তিনি তো পুলিশই নন। তাহলে চেক করলেন কেন?’
ওই সড়কে নিয়মিত বাসযাত্রীদের অনেকে কালের কণ্ঠকে বলেন, যাত্রীবাহী বাস দাঁড় করিয়ে প্রায়ই এখানে পুলিশের নামে ‘সোর্স’ নামের লোকজন তল্লাশি চালায়। সুযোগ বুঝে দুই-চারটি ইয়াবা যাত্রীর পকেটে গুঁজে দিয়ে তাঁকে আটক করা হয়! পরে অবশ্য ভয় দেখিয়ে টাকা নিয়ে ছেড়েও দেওয়া হয়। টাকা না দিলে ইয়াবা পাচার মামলায় ফেঁসে যায় যাত্রী। পাঁচ থেকে ১০ কিংবা ১৫টি ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ ওঠে প্রায়ই। আবার ‘সোর্সরা’ অনেক সময় প্রভাবিত হয়ে শত্রুপক্ষকেও ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয় বলে সূত্র জানায়।
যাত্রীবাহী বাসে ‘সোর্সের’ মাধ্যমে তল্লাশি প্রসঙ্গে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভূঁইয়া কালের কণ্ঠকে বলেন, ‘কোনো সোর্স সম্মানিত নাগরিকদের শরীর তল্লাশি করার কথা নয়। যদি এ ধরনের ঘটনা ঘটে, তাহলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি জানান, পটিয়া থানা পুলিশের কোনো টহল দল ওই দিন ওই সময়ে গাড়ি তল্লাশি করেছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
সুত\কালেরকন্ঠ