দিনাজপুরের বীরগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরো অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার যদুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওসি মো. আব্দুল গফুর।