প্রকাশিত: ০৬/০৮/২০১৬ ৯:৪৯ পিএম

ঢাকা : বিএনপির নতুন জাতীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন প্রখ্যাত চলচ্চিত্রকার, সুরকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান।

শনিবার (৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটিতে গাজী মাজহারুল আনোয়ারকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও মনির খান দলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন।

গাজী মাজহারুল আনোয়ার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত জিয়াউর রহমান সরকারের সময় থেকেই। জাসাসের সভাপতিও ছিলেন তিনি।

আর মনির খান এর আগে কেন্দ্রীয় কমিটিতে না থাকলেও দলটির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বাংলামেইল

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...