উখিয়া নিউজ ডেস্ক::
দুই নতুন মুখ যুক্ত করে স্থায়ী কমিটির ১৭ সদস্যসহ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করেছে বিএনপি। নির্বাহী কমিটির আকার বাড়িয়ে করা হয়েছে ৫০২ সদস্যের। নির্বাহী কমিটিতে কক্সবাজার সদরের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল সম্পাদকিয় পদ পেয়েছেন।
আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কক্সবাজার সদর রামু আসনের সাবেক সংসদ সদস্য, লুৎফুর রহমান কাজল কে কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক নির্বাচিত করেন
গত মার্চে বিএনপির জাতীয় কাউন্সিলে চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিল বিএনপি। সেই কাউন্সিলে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়িত্ব দিয়েছিলেন কাউন্সিলরা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রায় সাড়ে চার মাস পর ঘোষণা আসে পূর্ণাঙ্গ কমিটির।