শান্তি রক্ষার্থে বিএনপির মধ্যে থাকা আসামিদের বিরুদ্ধে পুলিশ মামলা দিচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, বিএনপির সমাবেশে পুলিশ সহায়তা করছে। আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের পরিচয় দিচ্ছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রবিবার (২৩ জুলাই) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন-ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রায় নিহত যুবক সজিব ব্যবসায়িক কারণে মারা গেছেন।
রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে সংগঠনের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্ধোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে পরাজয়ের ভয়ে নতুন কৌশল হিসেবে প্রতিদিন রাস্তায় নামছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক টর্চার নয়, রাজনৈতিক চর্চার কথা সব সময় বলছেন।