ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/১২/২০২৪ ৯:০২ পিএম

সিগন্যাল না মানার অভিযোগে ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও ধর্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সাত্তারসহ বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী। জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমিনবাজার এলাকা থেকে তাদের আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটক হওয়া বিএনপির অন্য নেতকর্মীরা হলেন- ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাদ, মো. কাশেম বাচ্চু, জাকের হোসেন, মো. সাইফ উদ্দিন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে গতকাল রবিবার রাতে হৈ হুল্লোড় করে ইউনিয়নে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে আমিন বাজারে সেনাবাহিনীর ক্যাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর কাজে বাধা হয়ে দাঁড়ায় মিছিলটি। সেনাবাহিনী তাদের সিগন্যাল দিলে তারা তা অমান্য করেন। এরপর সেনাবাহিনী তাদের আটক করে পুলিশে দেয়।

এ ব্যাপারে সেনাবাহিনীর ফেনী ক্যাম্পের লে. কর্নেল তাওহীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি। এছাড়া মেজর ফাহিমের সঙ্গে যোগাযোগ করলে, তিনি ছুটিতে আছেন বলে জানান।

ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘পুরো ব্যাপারটি জানার জন্য আমিও থানায় এসেছি। সেনাবাহিনী একটি সাধারণ ডায়েরি দিয়েছে। সেখানে ৭ জনের নাম উল্লেখ আছে। আজ সকালে আটককৃতদের থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। উভয় পক্ষের মধ্যে আলাপ-আলোচনা চলছে। তাদের সীদ্ধান্তের ওপর ভিত্তি করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যার সমাধান খুঁজতে ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক

মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকের আয়োজন করেছে থাইল্যান্ড। ওই ...

ব্র্যাক প্লিজ প্রকল্পের প্লাস্টিক আপসাইক্লিং মেলা

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উদ্ভাবন, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করার উদ্যোগ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ...

প্রথম আলোর প্রতিবেদন নগদে ডিজিটাল জালিয়াতি: ২,৩৫৬ কোটি টাকার ‘গরমিল’

মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ লিমিটেড’-এ বড় ধরনের জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। ভুয়া পরিবেশক ...

দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানিয়েছে কালচারাল এলিটরা – বললেন আজহারি

মুক্তিযুদ্ধে এদেশের আপামর মুসলিম জনতা অংশগ্রহণ করলেও দাড়ি-টুপিকে কালচারাল এলিটরা রাজাকারের প্রতীক বানিয়েছে বলে মন্তব্য ...