ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/১২/২০২৪ ৯:০২ পিএম

সিগন্যাল না মানার অভিযোগে ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও ধর্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সাত্তারসহ বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী। জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমিনবাজার এলাকা থেকে তাদের আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটক হওয়া বিএনপির অন্য নেতকর্মীরা হলেন- ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাদ, মো. কাশেম বাচ্চু, জাকের হোসেন, মো. সাইফ উদ্দিন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে গতকাল রবিবার রাতে হৈ হুল্লোড় করে ইউনিয়নে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে আমিন বাজারে সেনাবাহিনীর ক্যাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর কাজে বাধা হয়ে দাঁড়ায় মিছিলটি। সেনাবাহিনী তাদের সিগন্যাল দিলে তারা তা অমান্য করেন। এরপর সেনাবাহিনী তাদের আটক করে পুলিশে দেয়।

এ ব্যাপারে সেনাবাহিনীর ফেনী ক্যাম্পের লে. কর্নেল তাওহীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি। এছাড়া মেজর ফাহিমের সঙ্গে যোগাযোগ করলে, তিনি ছুটিতে আছেন বলে জানান।

ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘পুরো ব্যাপারটি জানার জন্য আমিও থানায় এসেছি। সেনাবাহিনী একটি সাধারণ ডায়েরি দিয়েছে। সেখানে ৭ জনের নাম উল্লেখ আছে। আজ সকালে আটককৃতদের থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। উভয় পক্ষের মধ্যে আলাপ-আলোচনা চলছে। তাদের সীদ্ধান্তের ওপর ভিত্তি করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

টেকনাফে বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য় ভূমিকা শীষক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফে “বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য়  ও সামাজিক নেতাদের ভূমিকায়” শীষর্ক সভা অনুষ্ঠিত ...

১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলবে সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেন

আগামী ১ ফেব্রুয়ারিতে থেকে কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে ২ জোড়া নতুন ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ...

হাসপাতালের সেবা বন্ধ রেখে সেন্টমার্টিনে বনভোজন, ভোগান্তিতে রোগীরা!

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সেবা বন্ধ রেখে চিকিৎসকরা গেলেন পিকনিকে। হাসপাতালের চিকিৎসক কমকর্তা-কর্মচারীসহ ...

মাইক নিয়ে যে নির্দেশনা দিল ড. মিজানুর রহমান আজহারী

তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে ...