প্রকাশিত: ১৯/০৭/২০১৬ ৫:০০ পিএম
ডেস্ক রিপোর্ট ::
বিদেশী পর্যটকরা চাইলেই পুলিশী নিরাপত্তা পাবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিমানমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে আসা বিদেশী পর্যটকদের সর্বাত্মক নিরাপত্তা দেয়া হবে। এ লক্ষ্যে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। প্রতিটি পর্যটনস্থানে টুরিস্ট পুলিশকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। এরপরও বিদেশী কোনও পর্যটক পুলিশি নিরাপত্তা চাইলে তা দেয়া হবে।
মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে পুলিশের এসএমএস পাঠানোর বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘মন্ত্রীদের গানম্যানদের সতর্ক থাকতে বলা হয়েছে। আমরাও প্রস্তুত রয়েছি। আতংকিত হওয়ার কিছু নেই।’
এসময় জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে বাংলাদেশে এর বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

পাঠকের মতামত

চট্টগ্রাম আদালত এলাকায় রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম আদালত এলাকায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে ...

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...