কক্সবাজার ভ্রমনে কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন
ভ্রমণ পিপাসুদের জন্য একটি অন্যতম আকর্ষণীয় জায়গা হচ্ছে কক্সবাজার। যারা প্রথমবারের মতো কক্সবাজার যাচ্ছেন বা ...
সংবাদে দেখলাম পুলিশ যাকে-ই রাস্তায় পাচ্ছে তাকে কথাবার্তা ছাড়া-ই পিটাচ্ছে। লক ডাউন এরকম নয়।নিউইয়র্ক, ওয়াশিংটনে এ সময় পুলিশ আশেপাশে আছে। সন্দেহভাজন ছাড়া কাউকে ত্যক্ত করছে না।
এ সময়ে ঔষধ, খাবার কেনা থেকে শুরু করে নানা প্রয়োজনে লোক জন বের হবে। ডাক্তার, ম্যাজিস্ট্রেট ডিউটিতে যাবে, তাদের পরিবহনের যে ড্রাইভার বের হবে তাকে তো যেতে দিতে হবে। বিনা জিজ্ঞেসে কাউকে মার দেয়া বেআইনি, অন্যায়। এ ব্রিফিং সকল আইন প্রয়োগকারীকে দেয়া একান্ত-ই আবশ্যক।
লেখক -মোহাম্মদ শফিউল আলম
সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক।
লিখাটি লেখকের ফেইসবুক আইডি থেকে নেওয়া
পাঠকের মতামত