উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/১০/২০২৪ ১২:৪১ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরকে সামনে রেখে সোমবার রাজধানীর একটি হোটেলে হয়ে গেলো প্লেয়ার্স ড্রাফট। এই আসরের জন্য ১৯৮জন স্থানীয় ক্রিকেটার ড্রাফটে জায়গা পেয়েছিলেন। সেখান থেকে সরাসরি চুক্তি ও রিটেইনের মাধ্যমে ১৭জনকে ড্রাফটের আগেই দলভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিরা। বাকি ১৮১ ক্রিকেটার থেকে সাতটি দল আরও ৭২ জনকে ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে। মোটামুটি প্রতিষ্ঠিতরা জায়গা পেলেও অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হক ও মোসাদ্দেক হোসেন সৈকতের মতো ক্রিকেটার বিপিএলে দল পাননি।

সোমবার রাজধানী একটি হোটেলে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয় প্লেয়ার্স ড্রাফট। আয়োজনে আগেরবারের থেকেও এলোমেলো পরিবেশের দেখা মেলে।

বিপিএলের গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দিয়েছিলেন শুভাগত হোম চৌধুরী। তার নেতৃত্বে দলটি খেলেছিল প্লে অফ রাউন্ডে। তবে বিস্ময়করভাবে এবার ষষ্ঠ রাউন্ডেও দল মেলেনি শুভাগতর, দল পাননি মোসাদ্দেক হোসেনও। গত আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বে শুরুতে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। দেশের ঘরোয়া ক্রিকেটের এই দুই কার্যকর অলরাউন্ডার এবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফটেই দল পেলেন না।
এদিকে গতবারে মতো এবারও ড্রাফট থেকে দল পাননি মুমিনুল হক। বিপিএলে নিয়মিত পারফর্ম করলেও আগ্রাসী ব্যাটার সৈকত আলি থেকেছেন উপেক্ষিত। কিছুটা অবাক করে দিয়ে দল পেয়ে গেছেন মার্শাল আইয়ুব।

এর বাইরেও অনেকে দল পাননি। তাদের মধ্যে অন্যতম নাজমুল ইসলাম অপু, পেসার রুবেল হোসেন, ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি, পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। তবে দল না পেলেও সমস্যা নেই। পরবর্তীতে যে কোনও দল তাদের দলে ভেড়াতে পারবে। সেক্ষেত্রে পারিশ্রমিকের অঙ্ক ঠিক হবে দুই পক্ষের আলোচনার ভিত্তিতে।

পাঠকের মতামত

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার ...

ঝিমিয়ে পড়েছে কক্সবাজারের ক্রীড়াঙ্গন

কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামজুড়ে সুনশান নিরবতা। গ্যালারিতে নেই দর্শকদের উচ্ছ্বাস। চেয়ারগুলোতে জমেছে ধুলাবালি। সবুজের ...

রোহিঙ্গা ইস্যুতে সবসময় উদারতা দেখিয়েছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেছেন মুখপাত্র ...