শামলাপুর প্রতিনিধি::
উপকূল রক্ষায় সরকারীভাবে রূপিত সবুজ-শ্যামল ঝাউ আগানগুলো এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। প্রতিনিয়ত উক্ত বাগান থেকে কাটা পড়ছে শত-শত গাছ। গত ২৪ জুলাই টেকনাফ শামলাপুর আচারবনিয়াপাড়া থেকে বিপুল পরিমাণ ঝাউ গাছ উদ্ধার করেছে বন বিভাগ। জানা যায় স্থানীয় মোহাম্মদ সোলতান (প্রকাশ মান্ঠা)’র পুত্র মকবুল হোসাইন, মোহাম্মদ হোসাইনের পুত্র আব্দুল হাকিম, হাসান উল্লাহ, বাহাদুর মিয়া, জাকের হোসাইনের পুত্র মুফিজ মিয়া সহ একটি সিন্ডিকেট উক্ত গাছগুলো কেটে পুকুরে মজুদ রাখে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে শামলাপুর মনতলীয়া বিটের অফিসার তৌফিক-সহ বিট কর্মকর্তারা গাছগুলো আটক করে। তাছাড়া উপরোক্ত বনভক্ষকেরা ঝাউ বাগান থেকে প্রতিনিয়ত গাছ কেটে বিভিন্ন স্থানে পাচার করে আসছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। এ ব্যাপারে বিট কর্মকর্তা তৌফিক এর কাছে জানতে চাইলে তিনি জানান ঘটনায় সংশ্লিষ্ঠ বন ভক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শীঘ্রই ঝাউ বাগানগুলো রক্ষায় সরকার বিহিত কোন ব্যবস্থা গ্রহণ না করলে একদিকে যেমনি নষ্ট হয়ে যাবে পরিবেশের ভারসাম্য অপরদিকে বাগানগুলো পরিণত হবে ধু-ধু মরুভূমিতে।