হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সোহাগ আলী নিহত হওয়ার খবার পাওয়া গেছে। আজ রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছে, যাত্রীবেশি এক যুবক বর্হিরগমন দুই নাম্বার গেট দিয়ে ঢোকার চেষ্টা করছিল। এসময় আমর্ড পুলিশ ব্যাটেলিয়ানের এক সদস্য তাকে বধা দিলে ওই যুবক দুই পুলিশ সদস্য ও দুই আনসার সদস্যকে ছুরিকাঘাত করে। এসময় পুলিশ ওই যুবককে গুলি করে আহত করে। পরে তাকে উদ্ধার করে কর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।