প্রকাশিত: ১৩/০৭/২০১৭ ১০:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৭ পিএম

ক্যারিবিয়ান অঞ্চলের সিন্ট মার্টিনের একটি বিমানবন্দরে বিমান অবতরণের সময় বায়ু বিস্ফোরণে (জেট ব্লাস্ট) সৈকতে এক নারী পর্যটক নিহত হয়েছেন। বিখ্যাত প্রিন্সেস জুলিয়ানা ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এ ঘটনা ঘটে। নিহত নারী পর্যটক নিউ জিল্যান্ডের নাগরিক।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্থানীয় পুলিশকে উদ্বৃত করে জানিয়েছে, ৫৭ বছরের ওই নারী বিমানটি অবতরণের সময় সৈকতে বেড়ার কাছে দাঁড়িয়ে ছিলেন। বিমানটি অবতরণের সময় বায়ু বিস্ফোরণে তিনি আহত হন। হাসপাতালে চিকিৎসা জন্য নেওয়ার পর নারী পর্যটকের মৃত্যু হয়।

খবরে আরও বলা হয়েছে, বিমানবন্দরের কাছের সৈকতের অংশটি পর্যটকদের ভীষণ প্রিয়। বিশেষ করে এই বিমানবন্দরে বিমানগুলো সৈকতের সামান্য উপর দিয়ে অবতরণ করা দেখার আগ্রহ থাকে পর্যটকদের। মাহো সৈকতের নিরাপত্তা বেড়া থেকেমাত্র ১৬০ মিটার দূরত্বে রানওয়েটি শুরু হয়েছে। এই বেড়ার কাছে না দাঁড়ানোর জন্য ও দুর্ঘটনার আশঙ্কায় একাধিক সতর্ক বার্তা টানানো আছে। যদিও এ সতর্কতা অগ্রাহ্য করে প্রতিদিনই অনেক মানুষ বিমানের অবতরণ দেখেন।

স্থানীয় পত্রিকার খবরে বলা হয়েছে, বিমানটি ছিল বোয়িং ৭৩৭। বিমানটি অবতরণের সময় বায়ুর ধাক্কায় ওই নারী নিজের মাথা কংক্রিটে ঠেসে ধরেছিলেন।

দ্বীপটির পর্যটন পরিচালক রোনাল্ডো ব্রিসন জানান, তিনি নিহত পর্যটকের পরিবারের সঙ্গে কথা বলেছেন। পরিবারকে বুঝাতে পেরেছেন যে, এমন অসতর্কতা ও ঝুঁকি নেওয়া উচিত হয়নি।

উল্লেখ্য, বিমান অবতরণের সময় এঞ্জিন থেকে দ্রুত গতিতে যে বায়ু বের হয়ে আসে সেটাকেই জেট ব্লাস্ট বলা হয়। বড় ধরনের বিমানের এঞ্জিন থেকে ঘণ্টায় ১৯০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়। বিমানের ২০০ ফুট দূর থেকেও এই বিস্ফোরণের ধাক্কা অনুভূত হয়। সূত্র: বিবিসি।

পাঠকের মতামত

বিদ্রোহীদের কাছে কৌশলগত তথ্য ফাঁস করছে মিয়ানমার সেনারা

মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের জেরে দেশটির ক্ষমতাসীন কর্তৃত্ববাদী সেনাবাহিনীর মধ্যে ফাটল ধরেছে। সেনাবাহিনীর অভ্যন্তরে অনেকে বিদ্রোহীদের ...

রোহিঙ্গা ইস্যুতে সবসময় উদারতা দেখিয়েছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেছেন মুখপাত্র ...

মিয়ানমারের অর্থনৈতিক সংকট: চিকিৎসক ও নার্সরা বাধ্য হচ্ছেন যৌনকর্মে

মিয়ানমারের সাম্প্রতিক অর্থনৈতিক সংকট এবং সেনা অভ্যুত্থানের ফলে দেশটির শিক্ষিত পেশাজীবী নারীরা চরম আর্থিক সংকটে ...

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন নাসার প্রধান নভোচারী

দেশের তরুণ প্রজন্ম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের জন্য ঢাকায় আসছেন নাসার প্রধান মহাকাশচারী জোসেফ ...

মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সেনাসহ জেনারেল আটক

মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর দখলে নেওয়ার দাবি আগেই করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান ...