আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানটেপ শহরে এক বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছে। প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ১২-১৪ বছর বয়সী এক শিশু এই হামলা চালিয়েছে।
মি: এরদোয়ান এই হামলার জন্য ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীকে দায়ী করেছেন। যদিও এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
কুর্দিদের একটি বিয়ের অনুষ্ঠান চলছিল, অতিথিরা রাস্তা দিয়ে নাচতে নাচতে বিয়ের অনুষ্ঠানে আসার সময় ভিড়ের ভিতরেই আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটে। এই হামলার ঘটনায় ৬৯ জন আহত হয়েছেন যাদের মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
সিরিয় সীমান্ত থেকে ৬৪ কিলোমিটার দূরত্বে গাজিয়ানটেপ। এই শহরটিতে আইএসের তৎপরতা রয়েছে।
বিবিসির সংবাদদাতা সেরেফ ইসলের জানিয়েছেন, সিরিয়ায় চলমান সংকটের কারণে শহরটির প্রায় ১৫ লাখ মানুষ অনেকদিন ধরেই বিপদজনক পরিস্থিতির মধ্যে আছেন। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াই করছে কুর্দি যোদ্ধারা।
গত মে মাসে ওই শহরটিতে আত্মঘাতী হামলায় দুইজন পুলিশ নিহত হয়েছিল। ওই হামলার পেছনে আইএসের সম্পৃক্ততা ছিল বলে ধারণা করা হয়।