বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮/০৫/২০২৩ ৭:৫৪ এএম

আড়াই বছর আগে বিয়ে করলেও গতকাল শনিবার বিষয়টি প্রকাশ্যে আনেন চিত্রনায়ক জিয়াউল রোশান। নিজের ফেসবুকে মেহেদি অনুষ্ঠানের দুটি স্থিরচিত্র প্রকাশ করেন তিনি। গতকাল সন্ধ্যায় ছিল এই নায়কের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। বিয়ের খবর প্রকাশ্যে আনার এক দিন পরই কক্সবাজারে উড়াল দিলেন রোশান।

তবে মধুচন্দ্রিমায় নয়, গিয়েছেন ছবির শুটিংয়ে। আজ রোববার দুপুরে কক্সবাজারের উদ্দেশে উড়োজাহাজে চড়েন। উড়োজাহাজ থেকেই প্রথম আলোকে জানালেন, নতুন ছবি ‘এক্সকিউজ মি’–এর শুটিংয়ের জন্য তাঁর কক্সবাজার যাওয়া।

‘এক্সকিউজ মি’ ছবিটি পরিচালনা করছেন রায়হান খান। এই ছবিতে রোশানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনয়শিল্পী ভাবনা। তিনি এর আগে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এবারই প্রথম রোশানের বিপরীতে বড় পর্দায় জুটি হচ্ছেন।

রোশান বললেন, ‘কক্সবাজার যাওয়ার কথা শুনে অনেকেই ভেবেছিলেন, হানিমুনে যাচ্ছি। আসলে তা সম্ভব হচ্ছে না। আগে থেকেই ছবির শিডিউল ঠিক করা ছিল। তাই আজই ছুটতে হচ্ছে। তিন দিন টানা শুটিং করে তারপর ঢাকায় ফিরব।’

গতকাল সন্ধ্যায় যখন রোশানের সঙ্গে কথা হয়, তখনই তিনি জানিয়েছিলেন, আপাতত হানিমুনে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। ‘এক্সকিউজ মি’–এর টানা এক মাসের শিডিউল দেওয়া। কয়েক দিন ধরে মহড়াও করছিলেন। তাই শুটিংয়ের কাজ শেষ করে তবেই স্ত্রী তাহসিনা এশাকে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানালেন তিনি।

গত শুক্রবার রাতে ঢাকা সেনানিবাস–সংলগ্ন বালুঘাট এলাকায় এশাদের বাসায় দুই পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে মেহেদী পরা অনুষ্ঠানের আয়োজন করা হয়
গত শুক্রবার রাতে ঢাকা সেনানিবাস–সংলগ্ন বালুঘাট এলাকায় এশাদের বাসায় দুই পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে মেহেদী পরা অনুষ্ঠানের আয়োজন করা হয়ছবি : রোশানের সৌজন্যে
ঢালিউডে রোশানের অভিষেক হয় ‘রক্ত’ সিনেমার মাধ্যমে। এরপর ‘বেপরোয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবারের ঈদে রোশান অভিনীত দুটি সিনেমা ‘পাপ’ ও ‘জ্বীন’ মুক্তি পেয়েছে।

পাঁচ বছর আগে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাহসিনা এশার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রোশান। পরিবারের অমতে আড়াই বছর আগে তাঁরা বিয়ের কাজটি সেরে নেন। রোশান জানান, তাঁর এক বন্ধুর উত্তরার বাসায় কাজি ডেকে বিয়ের কাজটি সেরে নেন তাঁরা।

রোশান জানান, ২০২০ সালের ১১ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা। এত দিন পর বিয়ের খবর প্রকাশ্যে আনা প্রসঙ্গে রোশান বললেন, ‘আমাদের কাছের অনেকেই বিয়ের বিষয়টি জানত। কথায় কথায় অনেককে বলেও দিতাম। পাবলিকলি জানাইনি কারণ, আমার শ্বশুরবাড়িতে সবাই সঠিকভাবে বিয়ের বিষয়টি জানতেন না।’ প্রথম আলো

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...