ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০১/২০২৫ ৯:০২ পিএম

বিয়ের পিঁড়িতে আর বসা হলো না, তিন দিন আগেই দ্রুতগতির যাত্রীবাহী বাসচাপায় প্রাণ গেল যুবকের। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির নোমান (২৫) ডুলাহাজারার বালুচর গ্রামের বশির আহমদের ছেলে। তিনি চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের কর্মচারী ছিলেন।

জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে মোটরসাইকেল আরোহী নোমান কর্মস্থল মালুমঘাট হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় নোমান মহাসড়কের ডুমখালী রাস্তার মাথায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির যাত্রীবাহী বাসচাপা দিয়ে সটকে পড়ে। এতে ঘটনাস্থলেই নোমান মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, আগামী ২০ জানুয়ারি তার বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের তিন দিন আগেই দুর্ঘটনায় মারা যান। এ নিয়ে এলাকায় ও পরিবারে চলছে শোকের মাতম।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদি হাসান বলেন, সকালে কক্সবাজারগামী অজ্ঞাত বাসের ধাক্কায় নোমান নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস শনাক্ত করে জব্দের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

কক্সবাজারে চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিল চাকরিচ্যুত পুলিশ সদস্য

পূর্ব শক্রতার জের নিজের দুই শ্যালককে এসিড নিক্ষেপের মামলায় অনিয়মের অভিযোগে পুলিশ থেকে চাকরিচ্যুত কনস্টেবল ...