দেশের সমুদ্রপথে জাহাজ ভ্রমণের সুবিধা অনেক আগেই থেকেই চালু রয়েছে। তবে দেশেই বিলাসবহুল ক্রুজ শীপে ঘোরা যেন অধরাই রয়ে গেল। এবার সেই সুযোগের দুয়ার উন্মোচন হতে যাচ্ছে। কক্সবাজার থেকে সেন্টমার্টিন নৌ-রুটে চলবে বিলাসবহুল ‘এম ভি বে ওয়ান’।
রোববার ক্রুজ শীপটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বর্তমানে সেখানেই এটি অবস্থান করছে। অক্টোবরের মধ্যেই এটি কক্সবাজার থেকে সেন্টমার্টিন সাগরপথে যুক্ত হবে বলে জানা গেছে।
পর্যটকদের আন্তর্জাতিক মানের ভ্রমণ অভিজ্ঞতা দিতে জাপান থেকে জাহাজটি কেনা হয়েছে। জাহাজটির পূর্বের নাম ছিল ‘সালভিয়া মারু’। বাংলাদেশে নিয়ে এসে এটিকে ‘ওয়ান বে’ নামে নামকরণ করা হয়েছে। এ জাহাজে দুই হাজারের বেশি আসন রয়েছে।
বাংলাদেশের উপকূলীয় সমুদ্রপথে এই জাহাজ গড়ে ১৮ থেকে ২০ নটিক্যাল মাইল/ঘণ্টা বেগে চলতে সক্ষম। ৫,৫০০ এইচপির দুটি লো আরপিএম ইঞ্জিন রয়েছে সেটাতে। ক্রুজ শীপটির দৈর্ঘ্য ৩৯৩ ফুট, প্রস্থ ৫৫ ফুট ও ১৮ ফুট প্রায় ড্রাফট রয়েছে। এছাড়া আর কোনো তথ্য এখনো জানা সম্ভব হয়নি।