প্রকাশিত: ০৬/০৮/২০১৬ ১০:০১ পিএম

Rafiq Pic  02.08.16 [Max Width 320 Max Height 240]রফিক মাহামুদ
উখিয়া::
রেজুর প্রবল স্রোতের ভাঙ্গনে বিলিন হতে যাচ্ছে কোটবাজার-সোনার পাড়া সড়কের বিভিন্ন অংশ। গাইড ওয়াল ভেঙ্গে ইতিমধ্যে রেজুর বুকে চলে যাওয়ায় উখিয়ার পর্যটন নির্ভর ও ব্যস্ততম সড়ক কোটবাজার সোনার পাড়া সড়কটি মারাত্মক ঝুঁকি পূর্ণ হয়ে পড়েছে সড়কের যান চলাচল। পার্শ্ববর্তী শতশত বসত বাড়ি ও বিভিন্ন ফসলি জমিও রক্ষা পাচ্ছেনা উক্ত ভয়াল গ্রাসী রেজুর ভাঙ্গনের থাবা থেকে।

সরেজমিনে দেখা যায়,উখিয়া উপজেলার খর¯্রােতা নদী রেজু (খাল) জালিয়া পালং, হলদিয়া পালং ও রাজাপালং এর কিছু অংশ ঘিরে গড়ে উঠেছে। ঐ নদীটিকে যেমন হাজার হাজার মানুষের জীবিকা নির্বাহের উৎস তেমন মাথা ব্যথারও শেষ নেই। শুষ্ক মৌসুমে অধিকাংশ খালে যখন পানি শুন্যতা বিরাজ করে তখন রেজু খালে অনেক স্থানে পানি দেখা যায়,যা দিয়ে নদীর পাড়ের মানুষ গুলো তাদের হাল চাষ ক্ষেত খামারের পানির প্রয়োজনিয়তা অনেকটায় মিটিয়ে যায়,আবার ঐ মৌসুমকে পুজি করে এক শ্রেণীর অসাধু বালি উত্তোলনকারি সিন্ডিকেট মাথা নাড়া দিয়ে উঠে তারা উক্ত রেজু খালের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলন করার ফলে খালের পাদ দেশে মাটি শুন্যতা বিরাজ করে। যার কারনে বর্ষা আসার সাথে সাথে খালের পানির ¯্রােত তীব্র আকার ধারনের ফলে রেজু খালের উভয় পাশে ব্যাপক হারে ভাঙ্গনের মুখে পতিত হচ্ছে এলাকার গুরুত্বপূর্ন সড়ক-উপসড়ক ও গ্রামীন জনপদের যোগাযোগ মাধ্যম। তাছাড়া পূর্ণিমা ও আমাবশ্যার ভরা জোয়ারের তীব্র ¯্রােতে নদীর দুই পাড়ে ব্যাপক আকার সৃষ্টি হলেও পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন নজরদারী।

সম্প্রতি সময়ে পানি বোর্ডের পক্ষ থেকে নামে মাত্র লোকদেখানো খালের কিছু কিছু অংশে বøক বসানো ও গাইড ওয়াল নিমার্ণ করলেও তা খালের বুকে বিলীন হয়ে গেছে। উপজেলার গুরুত্বপূর্ন যোগাযোগের অন্যতম মাধ্যম কোটবাজার সোনার পাড়া (এলজিআইডি) সড়কটিও রেহায় পাচ্ছেনা ভয়াল গ্রাসী রেজু খালের ভায়ানক ভাঙ্গন থেকে, উক্ত সড়কের মনির মার্কেট নামক স্থানের খাল থেকে অতি মাত্রা হারে বালি উত্তোলনের ফলে সড়ক প্রতিরোধক কংক্রিট ও গাইড ওয়াল ভেঙ্গে যাওয়ার ফলে খালের পানি সরাসরি আঘাত হানছে সড়কে। অসহনীয় জোয়ারের আঘাতে সড়কের ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে। যার ফলে সড়কের অর্ধেকাংশ খালের মধ্যে পতিত হওয়ার কারনে ভারি যান চলাচল মারাত্মক ঝূকিপুর্ণ হয়ে পড়েছে। এমনকি মনির মার্কেট বাজার অল্প সময়ের মধ্যে ভেঙ্গে গিয়ে রেজুর বুকে চলে যেতে পারে বলে এলাকাবাসীর অভিমত।

অতি শীঘ্রই কোটবাজার-সোনার পাড়া সড়কের ভাঙ্গনে সংস্কারের উদ্দ্যোগ নেওয়া না হলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোটবাজার-সোনার পাড়া সড়কের লম্বা ব্রীজ,রাজাপালংয়ের হিজলিয়া,পশ্চিম রতœা,হলদিয়ার রুমখাঁ বাজারপাড়াসহ প্রায় ১৫টিরও অধিক স্থানে খালের উভয় অংশে সা¤প্রতিক প্রবল বর্ষন ও রেজু খালের জোয়ার-ভাটার অতিরিক্ত ¯্রােতের কারনে ব্যাপক আকারে ভেঙ্গে গিয়ে খালের উভয় পাড়ের পার্শবর্তী বাড়ি-ঘর,বসত-ভিটা,শিক্ষা প্রতিষ্ঠান,ফসলি জমি,সুপারি বাগান সহ নানান স্থাপনা ভেঙ্গে গিয়ে রেজুর বুকে বিলিন হয়ে যাচ্ছে।

এব্যাপারে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন,স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে ও উপকূলীয় এবং পর্যটন এলাকা হিসেবে উক্ত সড়কটি ভাঙ্গণ রোধের টেকসই পদক্ষেপ নেওয়া খুবই জরুরী হয়ে পড়েছে। অন্যতায় বৃহত্তর জালিয়াপালংসহ উপজেলা বাসীর সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে যেতে পারে।

পাঠকের মতামত

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকার কক্সবাজারে সম্মেলন পরিকল্পনা নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

টিবিএস:: চরম তারল্য সংকট সত্ত্বেও প্রায় দেড় কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অ্যানুয়াল ...

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের তিন দিনব্যাপী কর্মশালা শুরু

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে শুরু হয়েছে ’আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ সাংবাদিকতা’ শীর্ষক তিনদিনব্যাপী ...

ফ্যাসিবাদ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করুন : টেকনাফে মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহান বলেছেন, ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত ব্যতিক্রমধর্মী বাংলাদেশ ...