কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে বসেছিল আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) কক্সবাজার জেলার উদ্যোগে কক্সবাজার হজ্ব কাফেলার পৃষ্ঠপোষকতায় কক্সবাজার ট্যুরস এন্ড ট্রাভেলস ও কক্সবাজার অনুবাদ কেন্দ্রের ব্যবস্থাপনায় এবং বৃহত্তর রুমালিয়ার ছড়া সমাজ উন্নয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় সর্ববৃহৎ এই আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। এতে অংশ নেন মিসরের ক্বারী ইয়াসির শারক্বাউঈ, ইরানের ক্বারী হামিদ রেজা আহমাদী ওয়াফা, পাকিস্তানের ক্বারী হাম্মাদ আনোয়ার নাফীসী, মরক্কোর ক্বারী শাইখ ইলিয়াস আল-মিয়াউঈ এবং বাংলাদেশের প্রধান ক্বারী শাইখ আহমাদ বিন ইউছুফ আল-আযহারী ও বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী শিশু ক্বারী কক্সবাজারের অহংকার মুহাম্মদ মুশফিকুর রহমান। তাদের সুমধুর কন্ঠে সুললিত তিলাওয়াতে মনোমুগ্ধকর হয়েছেন উপস্থিত শ্রোতারা। তাদের সুমধুর কন্ঠের সুরের মূর্ছনায় বিমোহিত সাগরপাড়ের মানুষ। শ্রোতারা সমস্বরে বলে উঠেন, আল্লাহু আকবার! আল্লাহু আকবার! সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তিলওয়াত সংস্থা (ইক্বরা) কক্সবাজার জেলার সভাপতি হাফেজ মাওলানা তোফাইল উদ্দিন চৌধুরী।
সরেজমিনে দেখা যায়, কক্সবাজারের কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে বিশাল এক প্যান্ডেল করা হয়। হাজার হাজার মুসল্লীরা পেন্ডেলে বসে খুব সুশৃঙ্খল ভাবে বিশ্ববিখ্যাত কারীরাদের পরিবেশনকৃত পবিত্র কুরআন তিলাওয়াত শ্রবণ করেন। পেন্ডেলে সারিবদ্ধ ভাবে শ্রোতাদের বসার জন্য ব্যবস্থা করেছেন। সম্মেলনের শৃঙ্খলা বজায় রাখতে কক্সবাজারের শত শত নওজোয়ানেরা তাদের স্বইচ্ছায় সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন। যুবকেরা, অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে আগত বয়স্ক শ্রোতাদের হাতে ধরে সামনের সারিতে নিয়ে গিয়ে বসায় দিতে দেখা যায়। তারা প্যান্ডেলের বাইরে আগত দেশবরেণ্য উলামায়ে কেরামের জন্য স্বেচ্ছায়, পানি বিতরণ করেছেন। রাস্তায় যেন যানজট না লাগে তারা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) কক্সবাজারের পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান, কক্সবাজার জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। তিনি বলেন, এভাবে যদি প্রতিবছর কেরাত সম্মেলনের আয়োজন করা হয় তাহলে দিন দিন আমাদের সন্তানেরা কুরআন তিলাওয়াত শিক্ষায় আগ্রহী হয়ে উঠবে। একটা সম্মেলন থেকে শিখে প্রতিটি এলাকায় কিরাত সম্মেলন আয়োজন করার জন্য আগ্রহী হবে