আকাশে উড়ন্ত বিমানেই দায়িত্বরত বিমানবালাকে বিয়ের প্রস্তাব দিলেন তার প্রেমিক। আর তখনই রাজি হয়ে গেল ওই বিমানবালা। ব্যস, এরপরই চাকরি হারাল তিনি। অভিযোগ দায়িত্ব অবহেলার। সম্প্রতি এ ঘটনা ঘটেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে।
ফ্লাইটটি রানওয়ে থেকে উড্ডয়নের প্রায় ৩০ মিনিট পড়ে বিমানবালার প্রেমিক বিমানের ভিতর এক হাঁটু গেড়ে বসেন। তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন।
অভিযোগ ওই বিমানবালা কান্ডজ্ঞানহীনের মতো কাজ করেছেন। এতে শুধু ভ্রমণকারীদের বিরক্তির কারণই হয় নি, একই সঙ্গে তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। ১০ সেপ্টেম্বর চ্যানেল ৮ এক রিপোর্টে বলে, ওই বিমানবালাকে মে মাসে বিয়ের প্রস্তাব দেয়ার কারণে তিনি একটি পত্র পেয়েছেন। না, সেটা কোনো প্রেমপত্র নয়। চাকরিচ্যুতির।
মে মাসে তাকে প্রেমিকের দেয়া ওই বিয়ের প্রস্তাব ভিডিও আকারে প্রকাশ পায়। সঙ্গে সঙ্গে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
পাঠকের মতামত