এম.এরশাদুর রহমান
বিয়ে মানে হানি মুনে
বউকে নিয়ে ঘুরা ।
জাফলং হিমছড়ি
আদিনাথের চূড়া ।
২
বিয়ে মানে চুপি চুপি
কবুল আছি বলা ।
এক জনের জন্যেই
সারাজনম চলা ।
৩
বিয়ে মানে বকা শুনার
প্রথম চুক্তি পত্র ।
যেন এক উৎসব
কবুল বলার মন্ত্র ।
৪
বিয়েমানে বেনারসি
কান্না কান্না ভাব ।
অজানা এক নদীতে
প্রেমময় ঝাপ ।
৫
বিয়ে মানে তুমি আমি
তৃতীয় কেউ নয় ।
বাসর রাতের স্বপ্ন কথা
খুবই কবিতাময় ।
৬
বিয়েমানে ভালোবাসার
ছোট নীড় তৈরী ।
এক জনের হয়ে যাওয়া
অন্যরা সব বৈরী ।
কবির পরিচয়
এম,এরশাদুর রহমান
সভাপতি
নাফ মোহনা সাহিত্য নিলয়
টেকনাফ,কক্সবাজার