শাহেদ হোছাইন মুবিন, উখিয়া।
প্রকাশিত: ১৩/০১/২০২৪ ১০:০৫ পিএম

মহান মুক্তিযুদ্ধের কক্সবাজার-বান্দরবান সেক্টরের সাব-সেক্টর কমান্ডার এবং ১৯৭১ সালের ১২ ডিসেম্বর কক্সবাজার কে হানাদারমুক্ত ঘোষনার নায়ক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব. আব্দুস সোবহান নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার বিকেল ৩ টায় মরিচ্যা মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষের ঢল নামে। অনেকেই বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব. আব্দুস সোবহানকে শেষ বারের মতো এক নজর দেখার জন্য জেলার প্রত্যন্ত এলাকা থেকে ছুটে আসেন।

রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসাইন।

এর আগে দুপুর আড়াইটার দিকে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব. আব্দুস সোবহানের মরদেহ মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে আনা হলে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

পরে জানাজার নামাজ শেষে পশ্চিম মরিচ্যা পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

শুক্রবার রাত ৯ টায় হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যার নিজ বাসভবনে তিনি পাড়ি জমান না ফেরার দেশে। তার মৃত্যুতে কক্সবাজার জেলা জুড়ে শোকাবহ পরিবেশ নেমে আসে।

পাঠকের মতামত

হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত: সারজিস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ...

সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল উখিয়ার কিশোরের

চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ...