উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০১/২০২৪ ৯:১৮ এএম

দুবাইয়ের বুর্জ খলিফা। বিশ্বের দীর্ঘতম ভবন হিসেবে স্বীকৃত। সব মিলিয়ে উচ্চতা ৮২৮ মিটার। একাধিক রেকর্ড তৈরি করেছে এই ভবন। সারা দুনিয়ায় বিখ্যাত হয়ে আছে এই ভবনটি। ২০০৪ সালে এই বিল্ডিংয়ের নির্মাণকাজ শুরু হয়েছিল। এরপর ২০১০ সালে এটা খুলে দেয়া হয়।

তবে সেই সুনাম হয়তো আর থাকছে না। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে জানা েছে, সৌদি আরবে এমন ভবন তৈরি হচ্ছে যে সেটা ছাপিয়ে যেতে পারে বুর্জ খলিফাকেও।

ওই টাওয়ারের নাম জেদ্দা টাওয়ার। তার আরেক নামও রয়েছে কিংডম টাওয়ার। এই টাওয়ারটির উচ্চতা ১ কিমি ৩২৮১ ফুট। জেদ্দা ইকোনমিক কোম্পানি বিল্ডিংয়ে একদিকে যেমন বিলাসবহুল আবাসিক ভবন রয়েছে, অফিস স্পেস রয়েছে সার্ভিস অ্যাপার্টমেন্ট, তেমনি রয়েছে নানা সুযোগ-সংবলিত একাধিক অংশ।

এমনকি এটি বিশ্বের সবচেয়ে উঁচু অবসার্ভেটরি বলে গণ্য করা হচ্ছে। তবে টোকিও বিশ্ববিদ্যালয়ে যে অবজার্ভেটরি রয়েছে সেটা কতটা উচ্চতায় সেটাও অবশ্য মাথায় রাখা হচ্ছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

পাঠকের মতামত

ঘুমধুম ইউপি’র প্যাড-ভুট্রো মেম্বারের প্রত্যয়নে মিয়ানমার থেকে অবৈধভাবে গরু পাচার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চোরাচালানের অভয়ারণ্য ঘুমধুম সীমান্ত দিয়ে চোরাই পথে পাচার করে আনা অবৈধ গরু-মহিষের ...

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রাখাইন, নতুন আশ্রয়প্রার্থীর আশঙ্কায় বাংলাদেশ

নজিরবিহীন সংকটে পড়তে যাচ্ছে প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্য। খাদ্য সরবরাহ ব্যবস্থায় উন্নতির সম্ভাবনা না থাকায় ...