প্রকাশিত: ১১/১২/২০১৭ ৩:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৪৮ এএম

ফারজানা সিকদার ::
বৃষ্টিমাখা মেঘময় আলো আঁধারী হেমন্ত দুপুরে স্বরনবেদনায় অশ্রুনেত্রে বিরহেরো হিয়া
প্রণয় নৃত্যে ঝরোঝরো রিনিঝিনি বকুলবিথীকায়
কাঁপন তুলে অঙ্গেরঙ্গের তালে দক্ষিনা হাওয়ায়
নিভৃতে নীরবে মিশে যায় হায়
হৃদয়ো কাননের মালতীমঞ্জুরী লতায়
`
শরৎ যে গত এইতো সেদিন
নিস্তব্ধ রাতের আঁধারে চুপিসারে
অবেলার কিছু শিউলি আজো ফোঁটে
ঝরে পড়ে হেমন্ত শিশির ভোরে
সিক্ত অযতনে মন পবনে হঠাৎ বৃষ্টিজলে
`
হলুদঝরা পাতার ভীড়ে
আজিকার হেমন্ত বাতায়নে
পাখি আমার একলা পাখি
উদাস চোখে খুব যে একা
রী রী শীতে চুপসে গেছে আহা!

পাঠকের মতামত

আসলে কি বয়কট করছি!

আমরা বাঙালি নতুন ইস্যু পেলে দৌড়ে তা দেখার জন্য উৎকণ্ঠা প্রকাশ করি। আজ বয়কট নিয়ে ...