ফারজানা সিকদার ::
বৃষ্টিমাখা মেঘময় আলো আঁধারী হেমন্ত দুপুরে স্বরনবেদনায় অশ্রুনেত্রে বিরহেরো হিয়া
প্রণয় নৃত্যে ঝরোঝরো রিনিঝিনি বকুলবিথীকায়
কাঁপন তুলে অঙ্গেরঙ্গের তালে দক্ষিনা হাওয়ায়
নিভৃতে নীরবে মিশে যায় হায়
হৃদয়ো কাননের মালতীমঞ্জুরী লতায়
`
শরৎ যে গত এইতো সেদিন
নিস্তব্ধ রাতের আঁধারে চুপিসারে
অবেলার কিছু শিউলি আজো ফোঁটে
ঝরে পড়ে হেমন্ত শিশির ভোরে
সিক্ত অযতনে মন পবনে হঠাৎ বৃষ্টিজলে
`
হলুদঝরা পাতার ভীড়ে
আজিকার হেমন্ত বাতায়নে
পাখি আমার একলা পাখি
উদাস চোখে খুব যে একা
রী রী শীতে চুপসে গেছে আহা!