ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৫/২০২৩ ৮:৫৫ এএম

তৈ তৈ তৈ তৈ তৈ, আমার বৈয়ম পাখি কই?’ সংলাপটি আলোচিত ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ এর সিকুয়্যেল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর। এ ওয়েব সিরিজে অভিনয়ের বদৌলতে ‘বৈয়ম পাখি’ নামে বেশ ভালোই পরিচিতি পেয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
অভিনয়, সামাজিক কর্মকাণ্ড, গান গাওয়া নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী। সম্প্রতি ৩ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও ফাঁস হয়েছে মিথিলার। এ কারণে আবারো তাকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। ভিডিওটি ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজের। নিপুণ অভিনয়ের মাধ্যমে শায়লা চরিত্রটি বেশ ভালোই ফুটিয়ে তুলেছেন তিনি।

 

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

 

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের প্রচারণার নানা মাধ্যম থেকে মিথিলার ৩ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওটিতে তুলে ধরা হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র শুটিংয়ে কিছু মুহূর্ত। মিথিলার অভিনয়ের কল্যাণে ভিডিওটি এরই মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওটির কমেন্টবক্সে মিথিলার ভিন্নধর্মী এই চরিত্র নিয়ে কেউ কেউ বলছেন, এটা তার দারুণ ফিরে আসা। আবার কেউ মনে করছেন, এটা মিথিলার টার্নিং পয়েন্ট।

তবে মিথিলা মোটেও এমনটা ভাবছেন না। তার মতে, অভিনয়ে বরাবরই তিনি অনিয়মিত। তাই ফিরে আসা বা টার্নিং পয়েন্টের মতো কিছু নয়। তবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এ অভিনয় করে অন্য সময়ের চেয়ে বেশি আলোচনায় তিনি।

রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত ছয়টি চলচ্চিত্র ঢাকা ও কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে। সেগুলো হলো- ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’, ‘কাজলরেখা’, ‘জলে জ্বলে তারা’, ‘মায়া’, ‘মেঘলা’ ও ‘নীতিশাস্ত্র’।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...