প্রকাশিত: ১৬/০৫/২০১৬ ৩:০১ পিএম

Picture1~2বান্দরবান: বান্দরবানের বাইশারীতে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ৩ যুবক পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে দাবি পুলিশের।

গ্রেফতারকৃত ৩ জনকেই আজ সোমবার বান্দরবানের আদালতে হাজির করা হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীর ইউনিয়নের উপর চাক পাড়ার নতুন বৌদ্ধ বিহারের ভিক্ষু মংশৈউ চাককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শনিবার রাতে মো: জিয়া, আবদুর রহিম ও হ্লামং চাককে আটক করে। এদের মধ্যে প্রথম ২ জনই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।

তাদের ৩ জনকে বাইশারীর একটি রাবার বাগান থেকে আটক করা হয়। বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনার সময়ে তাদের ৩ জনকে বৌদ্ধ বিহারে আশপাশে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল বলে পাড়ার লোকজন পুলিশকে তথ্য দেয়ার পর তাদের আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার দেখায় পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ৩ যুবক হত্যার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এগুচ্ছে। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যে পুলিশের সন্দেহ বেড়ে যাওয়ায় তাদের রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ওসি। আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হতে পারে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বাইশারীর উপর চাক পাড়ার নতুন বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ মংশৈউ চাক প্রকাশ উ গাইন্দা ভান্তেকে বিহারের অভ্যন্তরেই কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ এখনো হত্যার রহস্য বের করতে পারেনি। এ ঘটনার পর বৌদ্ধ ভিক্ষু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠি চাক সম্প্রদায় বিক্ষোভ মিছিল সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছে। –

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘি এলাকায় লবণবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম ...

জাসদ কার্যালয়ের জায়গায় ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ নির্মাণের ঘোষণা

বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ভেঙ্গে ফেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) ...

বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ, আটক ৩৩

বান্দরবানের আলীকদম সীমান্তে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা। আজও বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৩ মিয়ানমারের নাগরিককে আটক ...