প্রকাশিত: ০৫/০৬/২০১৭ ১২:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০০ পিএম

বিডিটোয়েন্টিফোর লাইভ::
আবগারি শুল্ক আগের অবস্থায় ফিরিয়ে আনতে আহবান জানিয়েছেন হুইপ শহিদুজ্জামান সরকার। তিনি বলেন, ব্যাংকে ১ লাখ টাকা জমা রাখলে ৮০০ টাকা আবগারি শুল্ক দিতে হবে-অর্থমন্ত্রীর এ ঘোষণার পর মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তাই এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের অবস্থায় নিয়ে আসার আহবান জানাচ্ছি।

সোমবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের দিনের কার্যক্রম শুরু হয়।

শহিদুজ্জামান সরকার বলেন, মানুষ অনেক কষ্ট করে ব্যাংকে টাকা জমা রাখবে আর সরকার তা থেকে ৮০০ টাকা কেটে নেবে এ নিয়ে মানুষ আতঙ্কিত। বিশেষ করে গ্রামের মানুষ অনেক কষ্ট করে টাকা জমা রাখে। আগে এ শুল্ক ২০ হাজার টাকায় ৫০০ টাকা ছিল। তাই আবগারি শুল্ক যেন আগের মতই থাকে এ আহ্বান জানাচ্ছি।

পাঠকের মতামত

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ড. ইউনূসকে স্বাগত জানালেন অধ্যাপক দাউদ

মিশরের রাজধানী কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে রোডম্যাপ চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা

মিয়ানমারে টেকসই স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র দেখতে আগ্রহী বাংলাদেশ। প্রতিবেশী দেশটিতে রোহিঙ্গাদের নিরাপত্তা ও ...