প্রকাশিত: ১৮/১০/২০১৬ ৭:৪৮ এএম

manobরফিক মাহামুদ, উখিয়া ::
সারাদেশের শীর্ষ মানবপাচারকারীদের তালিকা বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণাধিন ব্যাংক শাখায় পাঠানো হয়েছে। এই সম্বলিত একটি চিঠি ও তালিকা গত ১৬ অক্টোবর প্রধানমন্ত্রীর দপ্তরের বিশেষ গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভূক্ত মানবপাচারকারীদের ব্যাংক একাউন্ড জদ্ধ করার নির্দেশনা বলি সহ ৩৬৫ জনের একটি তালিকা বাংলাদেশের সকল ব্যাংক শাখায় সংশ্লিষ্ট ম্যানেজার বরাবরে মানবপচারকারীদের বিরোদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সকল স্থানীয় ব্যাংক শাখা ম্যানেজারদের অবহিত করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ সরকারের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রানালয় হয়ে বাংলাদেশ ব্যাংকের তত্বাবধানে সংশ্লিষ্ট সকল ব্যাংকের মানবপাচারকারীদের ব্যাংক একাউন্ড জদ্ধ করে তার বিরুদ্ধে জরুরী ব্যাবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় শীর্ষপাচারকারীদের নাম, গ্রাম ও কোথায় তারা অবস্থান করছে সেটা কতিয়ে দেখে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সকল শাখা ব্যাংক ম্যানেজারদের জরুরী নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রানালয়ের তালিকা ভুক্ত শীর্ষ মানবপাচারকারীদের মধ্যে রয়েছে উখিয়া-টেকনাফ সংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপির ছোট ভাই মোঃ আব্দুল আমিন, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আলম ও তার পুত্র সহ টেকনাফের অর্ধশত শীর্ষ পাচারকারী সদস্যের নাম। এই শীর্ষ তালিকায় মানবপাচার কারীর অন্যতম গড ফাদার জেলার আলোড়ন সৃষ্টিকারী বহুমামলার পলাতক আসামী রেবী ম্যাডামের নাম। উল্লেখযোগ্য ৩৬৫ জনের তালিকায় রয়েছে, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সাবেক মেম্বার বেলাল উদ্দিন, লাল বেলাল, মোহামদ সেলিম, কালা জমির, রেবী ম্যাডামের স্বামী নুরুল কবির সহ ২৫/৩০ জনের তালিকা। এদিকে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের শীর্ষ মনাবপাচার কারী বহুমামলার পলাতক আসামী মোস্তাক আহমদ মেম্বার সহ ১২ জনের তালিকা সহ রয়েছে ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধিদের নাম। রামু মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান…… সহ বেশ কয়েকজন। এছাড়াও তালিকায় রয়েছে, টেকনাফ, উখিয়া, রামু, কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়া উপজেলার শীর্ষ মানবপাচারকারীর নাম। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে উল্লেখিত মানবপাচারকারীদের বিরুদ্ধে শীঘ্রই বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারকার্য সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

পাঠকের মতামত

টেকনাফে বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য় ভূমিকা শীষক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফে “বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য়  ও সামাজিক নেতাদের ভূমিকায়” শীষর্ক সভা অনুষ্ঠিত ...

হাসপাতালের সেবা বন্ধ রেখে সেন্টমার্টিনে বনভোজন, ভোগান্তিতে রোগীরা!

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সেবা বন্ধ রেখে চিকিৎসকরা গেলেন পিকনিকে। হাসপাতালের চিকিৎসক কমকর্তা-কর্মচারীসহ ...

মাইক নিয়ে যে নির্দেশনা দিল ড. মিজানুর রহমান আজহারী

তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে ...

ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘণ্টাও লাগবে না :মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, ...