প্রকাশিত: ০৫/১১/২০১৬ ৮:০৫ এএম

ডেস্ক রিপোর্ট :
স্বারষ্ট্রমন্ত্রণালয়ের দেয়া ৪৬১ জনের একটি তালিকা নিয়ে তাদের ব্যাংক একাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট। কক্সবাজারে থেকে সাগরপথে মানবপাচারে জড়িতদের অর্থের উৎস জানতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। কক্সবাজারের সকল ব্যাংকের শাখায় চিঠি পাঠিয়ে ইতিমধ্যে এ ৪৬১ জনের ব্যাংক একাউন্টের তথ্য নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর এ তথ্যের ভিত্তিতে মানবপাচারে ফেঁসে যেতে পারেন এরা। আর একাউন্টে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেলে দুদক এ সংক্রান্ত মামলা করতে পারে।
সূত্র জানিয়েছে, সাগরপথে ঝুঁকিপূর্ণ মানবপাচার। যার প্রধান রুট কক্সবাজার। এই এলাকা হয়ে মানব পাচারের একের পর এক লোমহর্ষক খবর গেল বছর পর্যন্ত বেশ নাড়া দেয় গোটা দেশকে। এরপর টনক নড়ে প্রশাসনের। বাড়ে সব সংস্থার তৎপরতা।
অভিযোগ আছে, এই অবৈধ কর্মকান্ড ঘিরে লেনদেন হয় বিপুল অর্থের। তাই, চিহ্নিত মানবপাচারকারীদের অর্থ লেনদেনের তথ্য যাচাইয়ের এই উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট। এজন্য তারা ৪৬১ সন্দেহভাজনের একটি তালিকা পাঠায় কক্সবাজার অঞ্চলের বাণিজ্যিক ব্যাংকগুলোতে। এসব ব্যক্তির নামে ব্যাংক হিসাব থাকলে তাতে সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের প্রতি বিশেষ নজর রাখার নির্দেশনা দেয়া হয়। তালিকাভুক্ত সবার বাড়িই কক্সবাজার অঞ্চলে।
এর মধ্যে ৩৫৯ জনই টেকনাফের বাসিন্দা। এছাড়া সন্দেহভাজনদের ৪২ জন মিয়ানমারের নাগরিক। আর ৫ জনের অবস্থান মালয়েশিয়ায়। তালিকাভুক্তদের ১শ জন আবার বিভিন্ন মানবপাচার মামলার আসামী। এরমধ্যে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির ভাই ও ভাগিনার নামও আছে। রয়েছেন কয়েকজন জনপ্রতিনিধি ও তাদের স্বজনরা। তবে এমন তালিকা পাঠানোর কথা স্বীকার করলেও এ বিষয়ে কোন মন্তব্য করেননি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা।
যদিও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কক্সবাজারে পাচাররোধে সোচ্চার বিভিন্ন ফোরামের নেতারা। এ প্রসঙ্গে মানবপাচার বিরোধী জেলা ট্রার্সপোর্টের সদস্য আবু মোর্শেদ চৌধুরী জানান, মানবপাচারকারিদের অর্থের লেনদেন অনুসন্ধানের দাবি দীর্ঘদিনের। এখন তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে আইনের আওতায় নেয়া না হলে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব হবে না।
কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতে এপিপি এডভোকেট অরূপ বড়–য়া তপু জানান, মানি লন্ডারিং আইন ২০১২ এর ধারার বিভিন্ন উপ ধারায় দেখা যায় মানবপাচারে জড়িত ব্যক্তির ব্যাংক একাউন্টে অস্বাভাবিক লেদদেন থাকলে তার বিরুদ্ধে মামলা করা যাবে। এছাড়া সরকার চাইলেই এসব ব্যক্তির টাকা ক্রোক ও ফ্রিজ করতে পারেন।
বাংলাদেশ ব্যাংক থেকে আসা ৪৬১ জনের তালিকাটি উপস্থাপন করা হল। এ তালিকাটি যথাক্রমে নুর হোসেন, (৩২), পিতা- মরহুম জালাল আহমদ, সাং- মিস্ত্রিপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। রশিদ আহমদ (৫৫), পিতা- মরহুম হাজি আলী হোসেন, সাং- মিস্ত্রিপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ । মুহিব উল্লাহ মাঝি (৪৫), পিতা- আব্দুর রহমান, সাং- মিস্ত্রিপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ । আবু তাহের (৫৫), পিতা- মরহুম মোঃ হাসিম ওরফে হাতকাটা হাসিম, সাং- মিস্ত্রিপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। নূরুল আলম (৫৫), পিতা- মরহুম নজির আহমদ, সাং- মিস্ত্রিপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। এনায়েত উল্লাহ, পিতা- হাজী আলী হোসেন, সাং- মিস্ত্রিপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। রশীদ উল্লাহ মাঝি (৪০), পিতা- অজ্ঞাত,  (সে মায়ানমারের নাগরিক,  শাহপরীরদ্বীপের মিস্ত্রীপাড়ার বাসিন্দা আব্দুল মতলব এর মেয়ে মরিয়ম খাতুনকে বিয়ে করে বাংলাদেশে বসবাস করছে)। মোঃ আমিন (২৮), পিতা- মোঃ হোসেন, সাং- মিস্ত্রিপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। আব্দুস সালাম (৫৫), পিতা- মরহুম সোনা আলী বলী, সাং- মিস্ত্রিপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ।  মোঃ হোসেন, পিতা- দলিল মিয়া, সাং- মিস্ত্রিপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। জাফর আহমদ, পিতা- জোর আহমদ, সাং- মিস্ত্রিপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ । মোঃ রফিক (২৮), পিতা- মরহুম আমির হোসেন , সাং- বাজারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ । মোঃ আব্দুল জলিল (৪৫), পিতা- মরহুম নজির আহমদ , সাং- বাজারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। হাবিবুর রহমান (২৮), পিতা- কালা মিয়া , সাং- বাজারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ । গোলাম হোসেন, পিতা- বাচা মিয়া , সাং- বাজারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ । মনির উল্লাহ, (৫৫) পিতা- মরহুম হাজী এজাহার মিয়া , সাং- বাজারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। মোঃ কাসিম মাঝি, (৪৫৮) পিতা- মরহুম সুলতান আহমদ , সাং- বাজারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। জমির উদ্দিন কাবিরা , (২৬) পিতা- মরহুম মতিউর রহমান , সাং- বাজারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। ফয়েজউল্লাহ মাঝি (৪০), পিতা- এজাহার মিয়া মাঝি , সাং- দক্ষিনপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাথ (সে মায়ানমারের নাগরিক, শাহপরীরদ্বীপের দক্ষিনপাড়ার বাসিন্দা নুর আহমদ মাঝির মেয়েকে বিয়ে করে শ্বশুরবাগীতে বসাবাস করছে)। মোঃ শফিক, পিতা- মাহমুদুল্লাহ মাঝি , সাং- দক্ষিণপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। আবু তাহের, পিতা- আবুল কাসেম মিয়া, সাং- দক্ষিণপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। মোঃ জাফর, পিতা- মহুরম নূর আহমদ , সাং- দক্ষিণপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। মোঃ ইসলাম, (৫০) পিতা- মরহুম আব্বাস মিয়া , সাং- দক্ষিণপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। মোঃ কাসিম, (৫০) পিতা- মরহুম ওমর মিয়া , সাং- দক্ষিণপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। আলী মাঝি, পিতা- অজ্ঞাত , সাং- দক্ষিণপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। রহিম উল্লাহ, পিতা- হাবিব উল্লাহ ওরফে কবিরা হাবিব উল্লাহ  , সাং- দক্ষিণপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। ইলিয়াছ , পিতা- সুলতান আহমেদ , সাং- দক্ষিণপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। জয়নাল আবেদিন, (২৫) পিতা- মরহুম নুর হাকিম মাঝি , সাং- দক্ষিণপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। সামশুল আলম, পিতা- মরহুম কবির হোসেন , সাং- ঘোলাপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। বদি আলম (৩৫) পিতা- মরহুম কবির আহমদ , সাং- দক্ষিণপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। মোঃ সাব্বির আহমদ, পিতা- মরহুম আব্দুল লতিফ , সাং- মাঝেরপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। মোঃ কামাল হোসেন, পিতা- কালা মিয়া, সাং- মাঝেরপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। আব্দুর রহমান, পিতা- মরহুম আব্দুস শুক্কুর , সাং- মাঝেরপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। রহিম উল্লাহ, (৪০) পিতা- নুর হাকিম মাঝি , সাং- মাঝেরপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। দিলদার বেগম, (৩৫) স্বামী- আক্তার হোসেন মাঝি , সাং- মাঝেরপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। শামরুক প্রঃ শারেক বানু সাইক্কানি, (৫৫) স্বামী-  অজ্ঞাত , সাং- মাঝেরপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। আবুল কালাম, (৩৫) পিতা- মোক্তার মিয়া, সাং- মাঝেরপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। আব্দুল শক্কুর, (৪০) পিতা- মরহুম কালা মিয়া , সাং- মাঝেরপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। সৈয়দ উল্লাহ, (৪০) পিতা- জাহেদ হোসেন মাঝি , সাং- মাঝেরপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। হাফেজ উল্লাহ, (৩৫) পিতা- মকবুল আহমদ মাঝি , সাং- মাঝেরপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। সলিম উল্লাহ, (৩৫) পিতা- দুদু মিয়া বলি , সাং- মাঝেরপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। মোঃ আমিন, (৪২) পিতা- নজির আহমদ , সাং- মাঝেরপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। মোঃ আজগর, (৪২) পিতা- মরহুম অলি আহমদ ফকির , সাং- মাঝেরপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। আব্দুল জলিল, (৪৫) পিতা- মরহুম সুলতান আহমদ , সাং- মাঝেরপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। মৌলভী আব্দুল্লাহ, (২৮) পিতা- মরহুম সুলতান আহমদ , সাং- মাঝেরপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। হেলাল উদ্দিন, (৩৮) পিতা- মৃত আবুশামা ওরফেবাডুহাজী , সাং- ডাঙ্গারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। মোঃ এমরান, (২০) পিতা- মোঃ ফিরোজ , সাং- ডাঙ্গারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। মোঃ এনাম উল্লাহ, (১৮) পিতা- মোঃ ফিরোজ , সাং- ডাঙ্গারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। হাফেজা বেগম, (৪৫) স্বামী- বশির আহমদ , সাং- ডাঙ্গারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। হাসিনা বেগম, (৪৫) স্বামী- ইমাম শরীফ , সাং- ডাঙ্গারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। মোঃ হাসান, (৪৫) পিতা- ফয়জুর রহমান , সাং- কোনারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। মোঃ আমিন, (৫০) পিতা- সৈয়দ করিম চৌকিদার , সাং- কোনারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। মোঃ ইয়াহিয়া (৫০), পিতা- সৈয়দ করিম চৌকিদার , সাং- কোনারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। মোঃ জোবাইর (৩৫), পিতা- হাবিবুর রহমান , সাং- কোনারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ । দিল মোহাম্মদ (৩০), পিতা- সুলতান আহমদ , সাং- কোনারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। মনির উল্লাহ (২৮), পিতা- সুলতান আহমদ , সাং- কোনারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। সোনা মিয়া (২৮), পিতা- মরহুম মোঃ হোসেন , সাং- কোনারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। আলী হোসেন (৩৮) পিতাÑ সৈয়দ আকবর, সাং- কোনারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। আবুল ফয়েজ, (৪০) পিতা- ইমাম শরিফ , সাং- কোনারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। সাব্বির আহমদ, (৫০) পিতা- মরহুম মতিউর রহমান , সাং- ডেইলপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। মোঃ কবির হোসন, পিতা-  শফি মিয়া, সাং- পশ্চিমপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। কায়সার, পিতা- আলী আহমদ, সাং- পশ্চিমপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। মুজিব উল্লাহ (২৬) পিতা- সৈয়দ উল্লাহ  , সাং- হাজীপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ। আবুল কালাম , পিতা- গুরা মিয়া , সাং- হারিয়খালী, পোঃ সাবরাং থানা- টেকনাফ। আমান, পিতা- সোলতান আহমদ , সাং- হারিয়াখালী পোঃ সাবরাং থানা- টেকনাফ। ছমদ (২৭) পিতা- আবুল উরফে কাবিল , সাং- হারিয়াখালী পোঃ সাবরাং থানা- টেকনাফ। ভুট্টু, পিতা- নইল্যা, সাং- হারিয়াখালী, থানা- টেকনাফ। নুরুল আলম, পিতা- আব্দুল হক , সাং- হারিয়াখালী, থানা- টেকনাফ। কামাল, পিতা- আব্দুর রহমান, সাং- হারিয়াখালী, থানা- টেকনাফ। আলমগীর, পিতা- আব্দুল মাজেদ, সাং- হারিয়াখালী,থানা- টেকনাফ। জাহাঙ্গীর  পিতা- সুফি আহমদ, সাং- সাং- হারিয়াখালী, থানা- টেকনাফ। মোঃ জাকের আলী (৩৫), পিতা- মোঃ চান্দুরা, সাং-হারিয়াখালী, থানা- টেকনাফ। জিয়াউর রহমান প্রঃ জিয়ারু (৩০), পিতা- আমির হোসেন, সাং- হারিয়াখালী, থানা- টেকনাফ। রশিদ আহমদ ডাইলা (৪০), পিতা- সিদ্দিক আহমদ, সাং- কচুবনিয়া, সাবরাং টেকনাফ। মোঃ সিদ্দিক আহমদ (৫০) পিতা- মরহুম ইউসুফ, সাং- কচুবনিয়া, সাবরাং, টেকনাফ। ইমাম হোসেন (৩৫) পিতা- সিদ্দিক আহমদ, সাং- কচুবনিয়া, সাবরাং, টেকনাফ। মোহাম্মদ ইসলাম প্রঃ বাগু (৩২) পিতা- ফজল আহাম্মদ, সাং- কচুবনিয়া, সাবরাং, টেকনাফ। শওকত ফারুক (২৬), পিতা- আঃ মাজেদ, সাং- কচুবনিয়া, সাবরাং টেকনাফ। আব্দুল করিম (৩৫), পিতা- মকবুল আহমদ, সাং- কচুবনিয়া সাবরাং টেকনাথ । আব্দুল্লাহ  পিতা- আব্দুল করিম, সাং- কচুবনিয়া, সাবরাং, টেকনাফ। আব্দুল্লাহ (২৫), পিতা- আব্দুল জলিল, সাং- কচুবনিয়া, সাবরাং, টেকনাফ। রশীদউল্লাহ ডাইলা(৩৫), পিতা-ঈমান শরীফ, সাং- কচুবনিয়া সাবরাং টেকনাফ। ইমাম হোসেন (৩৫) পিতা- সিদ্দিক আহমদ, সাং- কচুবনিয়া সাবরাং টেকনাফ। মোঃ আমিন, পিতা- কবির আহমদ, সাং- কচুবনিয়া সাবরাং টেকনাফ। জাহেদ হোসেন, পিতা- শফি আহমদ, সাং- কচুবনিয়া সাবরাং টেকনাফ। ফরিদ আহমদ, পিতা- আব্দুল মালেক, সাং- কচুবনিয়া, সাবরাং, টেকনাফ । মোঃ ইদ্রিস মুন্না, পিতা- জালাল আহমদ, সাং- কচুবনিয়া সাবরাং টেকনাফ। আবু বক্কর, পিতা- মরহুম নুর মোহাম্মদ, সাং- কচুবনিয়া সাবরাং টেকনাফ। ইসমাইল, পিতা- নজির আহমদ, সাং- কচুবনিয়া সাবরাং টেকনাফ। বাক্কু, পিতা- দরবেশ আলী, সাং- কচুবনিয়া সাবরাং টেকনাফ। মোঃ শফিক, পিতা- দিল মোঃ, সাং- কচুবনিয়া, সাবরাং ,টেকনাফ। হাবিুবর রহমান, পিতা- কালা মিয়া, সাং- কচুবনিয়া সাবরাং টেকনাফ। জাফর আলম, পিতা- শামুসল আলম, সাং- কচুবনিয়া সাবরাং টেকনাফ। মোঃ রফিক, পিতা- মরুহম আমির হোসেন সাং- কচুবনিয়া সাবরাং টেকনাফ। আব্দুস সালাম, পিতা- নজির আহমদ, সাং- কচুবনিয়া সাবরাং টেকনাফ। শাহজাহান, পিতা- সুলতান আহমদ, সাং- কচুবনিয়া সাবরাং টেকনাফ। জাবেদ, পিতা- সুলতান আহমদ, সাং- কচুবনিয়া সাবরাং টেকনাফ। গিয়াস উদ্দিন (৩০) , পিতা- মোঃ কাশেম সাং- কচুবনিয়া সাবরাং টেকনাফ। নাগু মিয়া ওরফে নুর উদ্দিন, পিতা- মরহুম বকসু মিয়া, সাং- কচুবনিয়া সাবরাং টেকনাফ । ঈমান শরিফ, পিতা- লাল মিয়া, সাং- নয়াপাড়া, সাবরাং টেকনাফ ।  মোঃ শরিফ, পিতা- লাল মিয়া, সাং- নয়াপাড়া, সাবরাং টেকনাফ । মোঃ লিটন, পিতা- আব্দুল্লাহ, সাং- নয়াপাড়া, সাবরাং টেকনাফ। মোঃ আবুল হাসিম, পিতা- মোঃ জালাল , সাং- নয়াপাড়া, সাবরাং টেকনাফ। মোঃ দলিল আহমদ, পিতা- মোঃ হোসেন , সাং- নয়াপাড়া, সাবরাং টেকনাফ । শফিক, (৩০) পিতা- ফজল মেম্বার, সাং- নয়াপাড়া, সাবরাং টেকনাফ। আনার আলী, পিতা- মরহুম আব্দুল হাসিম , সাং- দক্ষিণ নয়াপাড়া , সাবরাং টেকনাফ । নুর আলম, (৪৫) পিতা- মরহুম আব্দুল হাসিম, সাং- দক্ষিণ নয়াপাড়া , সাবরাং টেকনাফ । খুইল্যা মিয়া, পিতা- মীর আহমদ, সাং- কোয়াংছড়িপাড়া, পোঃ সাবরাং থানাঃ টেকনাথ । বশির আহমদ, পিতা- আব্দুল, সাং- কোয়াংছড়িপাড়া, পোঃ সাবরাং থানাঃ টেকনাফ । আবুল কাসেম প্রঃ বাদু কোম্পানী , পিতা- মৃত, কালু মিয়া, সাং- কাটাবনিয়া , সাবরাং টেকনাফ । জাহাঙ্গীর (২৭), পিতা- সুফি আহমদ, সাং-কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ । আবু তাহের  (৪১), পিতা- মরহুম আজিজুর রহমান সাং-কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ । জিয়াউর রহমান, পিতা- মরহুম সৈয়দুর রহমান সাং-কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ । কামাল, (৪০), পিতা- আব্দুর রহমান , সাং- কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ । মুন্নি, (৩০), স্বামী- কামাল , সাং- কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ । আবুল কালাম (৩৩), পিতা- আব্দুর রহমান, সাং- কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ । জামাল (৩৩), পিতা- আব্দুর রহমান, সাং- কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ । ফরিদ  পিতা- মরহুম ফয়েজুর রহমান মেম্বার, সাং- কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ ।  মোঃ ইসহাক (২১), পিতা- আবুল কাসেম ওরফে বাদু কোম্পানী, সাং- কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ । মৌলভী ছালামত উল্লাহ (৪০), পিতা- মরহুম সৈয়দুর রহমান, সাং- কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ । সিদ্দিক আহমদ, পিতা- ইউসুফ আলী, সাং- কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ । ফয়েজ (৩২), পিতা- আজিজুর রহমান, সাং- কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ । নুরুল ইসলাম প্রঃ কালাপুত (৪৭), পিতা- মরহুম মকবুল আহমদ, সাং- কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ । নীর আহমদ (৩৮), পিতা- মরহুম শফিউল্লাহ, সাং- কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ। আব্দুল্লাহ (২২), পিতা- কালা পুতু, সাং- কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ । জাফর আলম (৩৫), পিতা- মোঃ হোসেন, সাং- কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ । আব্দুর রহিম, পিতা- আব্দুল মাবুদ , সাং- কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ । মৌলভী ছালামত উল্লাহ, পিতা- সৈয়দুর রহমান সাং- কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ আব্দুল্লাহ (৩২),পিতা- শহর মুল্লুক, সাং- কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ । জাহাঙ্গীর (২২),পিতা- কবির আহমদ, সাং- কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ । ওসমান (২৪),পিতা- আব্দুল মাবুদ, সাং- কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ । ওমর ফারুক (২১),পিতা- আব্দুল মাবুদ, সাং- কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ । মোঃ তৈয়ব, পিতা- মোঃ ইউনুস, সাং- পানছিপাড়া, সাবরাং- টেকনাফ । আমান উল্লাহ, পিতা- অজ্ঞাত, সাং- কোয়াংছড়িপাড়া, পোঃ সাবরাং, থানা- টেকনাফ । জাহেদ হোসেন পুতুইক্যা, পিতা- অজ্ঞাত, সাং- কোয়াংছড়িপাড়া, পোঃ সাবরাং, থানা- টেকনাফ । হাফেজ মোক্তার, পিতা- মৌলভী আব্দুল গফুর, সাং- পুরানপাড়া, সাবরাং- টেকনাফ । জাহিদ হোসেন (৪৮), পিতা- আমির হামজা, সাং- মন্ডলপাড়া, সাবরাং- টেকনাফ । খায়েব হোসেন (৪২), পিতা- আমির হামজা, সাং- মন্ডলপাড়া, সাবরাং- টেকনাফ । নুর হোসেন মেম্বার (৩৮), পিতা- আমির হামজা, সাং- মন্ডলপাড়া, সাবরাং- টেকনাফ । নবী হোসেন (৩৬), পিতা- আমির হামজা, সাং- মন্ডলপাড়া, সাবরাং- টেকনাফ । সামসুল আলম (৩০), পিতা- আমির হামজা, সাং- মন্ডলপাড়া, সাবরাং- টেকনাফ । আব্দুল গফুর  (৩৪), পিতা- আমির হামজা, সাং- মন্ডলপাড়া, সাবরাং- টেকনাফ । আকিল  (৩০), পিতা- সুলতান আহমদ, সাং- আলীর ডেইল, সাবরাং- টেকনাফ । মোঃ ফরিদ (৪০), পিতা- দিল মোহাম্মদ, সাং- আলীর ডেইল, সাবরাং- টেকনাফ । ইসমাইল (৩৫), পিতা- আব্দুল মালেক, সাং- খুরেরমুখ, সাবরাং- টেকনাফ । আবুল কালাম, পিতা- ছৈয়দুর রহমান, সাং- আছারবনিয়া, সাবরাং, টেকনাফ । রব্বানি (৩৫), পিতা- জহির আহমদ মেম্বার, সাং- মুন্ডারডেইল, পোঃ সাবরাং থানা- টেকনাফ । দানু (৩৫), পিতা- মাষ্টার সৈয়দ আহমদ, সাং- মুন্ডারডেইল, পোঃ সাবরাং থানা- টেকনাফ । আব্দুল মাজেদ, পিতা- নজির মেম্বার, সাং- মুন্ডারডেইল, পোঃ সাবরাং থানা- টেকনাফ । অলি আহমদ, পিতা- মুছা আলী, সাং- মুন্ডারডেইল, পোঃ সাবরাং থানা- টেকনাফ । জিয়ারুল  (৩০), পিতা- হাজী আমির হোসেন, সাং- মুন্ডারডেইল, পোঃ সাবরাং থানা- টেকনাফ । ফিরোজ  (২৫), পিতা- আব্দুল মতলব, সাং- মুন্ডারডেইল, পোঃ সাবরাং থানা- টেকনাফ । হাবি উল্লাহ (২৬), পিতা- মরহুম আব্দুস সালাম, সাং- বাহারছড়া, পোঃ সাবরাং থানা- টেকনাফ । জাফর (২৬), পিতা- মরহুম আব্দুস সালাম, সাং- বাহারছড়া, পোঃ সাবরাং থানা- টেকনাফ । হেলাল উদ্দিন (২৫), পিতা- সৈয়দ আহমদ, সাং- বাহারছড়া, পোঃ সাবরাং থানা- টেকনাফ । আব্দুল হাকিম প্রঃ কালাইয়া (৩৩), পিতা- মরহুম কাদির হোসেন, সাং- চান্দুলীপাড়া, পোঃ সাবরাং থানা- টেকনাফ । নুর বশর (২৬), পিতা- নুর মোহাম্মদ, সাং- চান্দুলীপাড়া, পোঃ সাবরাং থানা- টেকনাফ । শাহ আলম (৩০), পিতা- আব্দুল মজিদ, সাং- চান্দুলীপাড়া, পোঃ সাবরাং থানা- টেকনাফ । আইয়ুব খান (৪২), পিতা- লাল মোহাম্মদ, সাং- ফতেআলীপাড়া, পোঃ সাবরাং থানা- টেকনাফ । আমির হোসেন (২৮), পিতা- মোহাম্দ, সাং- ফতেআলীপাড়া, সাবরাং থানা- টেকনাফ । মোঃ সৈয়দ আলম  (২৮), পিতা- মরহুম দুদু মিয়াদ, সাং- জালিয়াপাড়, সাবরাং থানা- টেকনাফ । নুর হাফেজ, পিতা- অজ্ঞাত, সাং- পুরান পল্লান পাড়া, থানা- টেকনাফ । হাসিনা বেগম, স্মামী- জাফর আহমদ, সাং-নাইট্যংপাড়া, টেকনাফ । জাবেদ, পিতা- মোঃ আনোয়ার, সাং–মৌলভী পাড়া, টেকনাফ । ইসমাইল, পিতা- নুর আহমদ, সাং-মৌলভী পাড়া, টেকনাফ সদর, টেকনাফ। আব্দুর রহমান (৩৪), পিতা- আজিজুর রজমান, সাং- খানকার পাড়া, টেকনাফ সদর টেকনাফ । মোহাম্মদ মাঝি (৪০), পিতা- মরহুম আব্দুর রহিম, সাং- খানকারপাড়া, টেকনাফ সদর টেকনাফ । মুহিব উল্লাহ মাঝি (৫৫), রোহিঙ্গা নাগরিক, পিতা- মরহুম কালা মিয়া প্রঃ মৃত মোঃ হাসিম সাং- শীলবনিয়াপড়া,    টেকনাফ সদর, টেকনাফ । আবুল হোসেন ড্র্ইাভার (৪০), পিতা- মৃত মোঃ মিয়া, সাং- শীলবনিয়াপাড়া, টেকনাফ সদর, টেকনাফ । হালিমা খাতুন (৩৫), স্মামী-আব্দুল গফুর, সাং-দক্ষিণ ডেইলপাড়া, টেকনাফ সদর, টেকনাফ । আব্দুর রহিম, পিতা- মঈনুজ্জামান, সাং- কচুবনিয়া, টেকনাফ সদর, টেকনাফ । হামিদ প্রঃ হামিদ ডাকাত, পিতা- অজ্ঞাত, সাং- মহেশখালীয়া পাড়া, টেকনাফ সদর টেকনাফ । মোঃ ফিরোজ (৫০), পিতা- মরহুম সাহাব মিয়া, সাং- মহেশখালীয়া পাড়া, টেকনাফ সদর টেকনাফ । শাকের (৪০), পিতা- পুতু সাং- গোদারবিলা, টেকনাফ সদর টেকনাফ। দিল মোঃ দিলু (৩০), পিতা- পুতু সাং- গোদারবিলা, টেকনাফ সদর টেকনাফ । মোঃ সৈয়দ (২৭), পিতা- কালু বৈদ্য, সাং- গোদারবিলা, টেকনাফ সদর টেকনাফ । ফরিদ (২৯), পিতা- আব্দুস সালাম সাং- গোদারবিলা, টেকনাফ সদর টেকনাফ । হাফেজ আহমদ (৩৫), পিতা- আব্দুল শুক্কুর সাং- গোদারবিলা, টেকনাফ সদর টেকনাফ । আলী আহমদ প্রঃ আলী বলি, পিতা- অজ্ঞাত সাং- মিঠাপানির ছড়া, টেকনাফ সদর টেকনাফ । নুরুল ইসলাম মাঝি, পিতা- মরহুম গোলাল আহমদ সাং- মিঠাপানির ছড়া, টেকনাফ সদর টেকনাফ ।  মোঃ আলী , পিতা- মোতায়াল্লী সাং- মিঠাপানির ছড়া, টেকনাফ সদর টেকনাফ । সিরাজ মিয়া, পিতা- কালা মিয়া সাং- রাজারছড়া, টেকনাফ সদর টেকনাফ । নুরুল ইসলাম, পিতা- শফিক আহমদ সাং- হাবিরছড়া, টেকনাফ সদর টেকনাফ । নুর সালাম, পিতা- মরহুম নুর আহমদ, সাং- হাবির ছড়া, টেকনাফ সদর টেকনাফ । হেলাল উদ্দিন , পিতা- ফকির আহমদ সাং- উত্তর লেঙ্গুরবিল, টেকনাফ সদর টেকনাফ । সিরাজ (২৮), পিতা- সামসুল আলম সাং- উত্তর লেঙ্গুরবিল, টেকনাফ সদর টেকনাফ । তৈয়ব (৩৫), পিতা- জহির আহমদ সাং- উত্তর লেঙ্গুরবিল, টেকনাফ সদর টেকনাফ । আব্দুল গফুর , পিতা- মোজাহার মিয়া সাং- উত্তর লেঙ্গুরবিল, টেকনাফ সদর টেকনাফ । মোঃ ইদ্রীস , পিতা- সোনা মিয়া সাং- দক্ষিণ লম্বরী, টেকনাফ সদর টেকনাফ । মোঃ আলম , পিতা- অজ্ঞাত সাং- দক্ষিণ লম্বরী, টেকনাফ সদর টেকনাফ । মোঃ জাহাঙ্গীর , পিতা- অজ্ঞাত সাং- দক্ষিণ লম্বরী, টেকনাফ সদর টেকনাফ । সলিম মাঝি(৫০), পিতা- মরহুম গুরা মিয়া, সাং- লম্বরী, টেকনাফ সদর, টেকনাফ । আইয়ুব আলী মাঝি  , পিতা- মরহুম আশরাফ আলী সাং- ধুমপ্রাং বিল, টেকনাফ সদর টেকনাফ । শেখ করিম(২৫) , পিতা- ফজল হক সাং- নতুন পল্লানপাড়া, টেকনাফ সদর টেকনাফ । মোঃ আব্দুল (৩০) , পিতা- শেখ আহমদ, সাং- নতুন পল্লানপাড়া, টেকনাফ সদর টেকনাফ । গফুর আলম, পিতা- জালাল আহমদ সাং- নতুন পল্লানপাড়া, টেকনাফ সদর টেকনাফ । ইলিয়াছ, পিতা- মোহাম্মদ আমিন, সাং- বড়ইতলী, টেকনাফ সদর টেকনাফ । ইরু , পিতা- মরহুম আবদুর রশিদ, সাং- বড়ইতলী, টেকনাফ সদর টেকনাফ । মোঃ জলিল, পিতা- মরহুম আবদুর রশিদ, সাং- বড়ইতলী, টেকনাফ সদর টেকনাফ। বদি আলম , পিতা- আবদুল হাই, সাং- মৌলভীপাড়া, টেকনাফ সদর টেকনাফ । আবু বক্কর আল মাসুদ , পিতা- মফিজুর আলম, সাং- বাজারপাড়া, হ্নীলা, টেকনাফ সদর টেকনাফ । জাহাঙ্গীর আলম , পিতা- রবিউল হোসেন ওরপে আনসার, সাং- বাজারপাড়া, হ্নীলা, টেকনাফ। কায়সার , পিতা- আলী আহমদ, সাং- বাজারপাড়া, হ্নীলা, টেকনাফ। ঠান্ডু মিয়া, পিতা- আলী হোসেন, সাং- রঙ্গীখালী, হ্নীলা, টেকনাফ। রশিদ আহমদ, পিতা- নাদির হোসেন, সাং- রঙ্গীখালী, হ্নীলা,  টেকনাফ সদর টেকনাফ। নুর মোহাম্মদ , পিতা- মরহুম বদিউর রহমান, সাং- রঙ্গীখালী, হ্নীলা,  টেকনাফ সদর টেকনাফ।  কালু , পিতা- মৃত সোলেমান, সাং- রঙ্গীখালী, হ্নীলা,  টেকনাফ সদর টেকনাফ। ছুরা খাতুন , পিতা- মরহুম সোলেমান, সাং- রঙ্গীখালী, হ্নীলা,  টেকনাফ সদর টেকনাফ । সোহাগ আব্দুল্লাহ, পিতা- আব্দুর রহিম, সাং- পেশ্চিম লেদা, হ্নীলা,  টেকনাফ সদর টেকনাফ । শাহনেওয়াজ, (২৫) পিতা- জামাল উদ্দিন , সাং- আলীখালী, হ্নীলা,  টেকনাফ সদর টেকনাফ । শাহ আজম, (২৩) পিতা- জামাল উদ্দিন , সাং- আলীখালী, হ্নীলা,  টেকনাফ সদর টেকনাফ । জুয়েল, (২০) পিতা- জামাল উদ্দিন , সাং- আলীখালী, হ্নীলা,  টেকনাফ সদর টেকনাফ । মৌলভী ফজল করিম সিকু, (২০) পিতা- অজ্ঞাত , এ ব্লক, লেদা অনিবন্ধিত শরনার্থী শিবির । জাহেদ, পিতা- অজ্ঞাত , বি ব্লক, লেদা অনিবন্ধিত শরনার্থী শিবির ।  আবু সিদ্দিক, পিতা- অজ্ঞাত , বি ব্লক, লেদা অনিবন্ধিত শরনার্থী শিবির । নাজির হোসেন, পিতা- অজ্ঞাত , সি ব্লক, লেদা অনিবন্ধিত শরনার্থী শিবির । হাশিম উল্লাহ, পিতা- অজ্ঞাত , সি ব্লক, লেদা অনিবন্ধিত শরনার্থী শিবির। বাইল্যা, পিতা- অজ্ঞাত , সি ব্লক, লেদা অনিবন্ধিত শরনার্থী শিবির। হামিদ হোসেন, পিতা- অজ্ঞাত , সি ব্লক, লেদা অনিবন্ধিত শরনার্থী শিবির । আব্দুল করিম, পিতা- অজ্ঞাত , ডি ব্লক, লেদা অনিবন্ধিত শরনার্থী শিবির । মৌলভী আবু তাহের, পিতা- অজ্ঞাত , ডি ব্লক, লেদা অনিবন্ধিত শরনার্থী শিবির । নাদির হোসেন, পিতা- অজ্ঞাত , ডি ব্লক, লেদা অনিবন্ধিত শরনার্থী শিবির । সামসু , পিতা- অজ্ঞাত , ডি ব্লক, লেদা অনিবন্ধিত শরনার্থী শিবির । আমির হোসেন (ক্যাম্প সাধারণ সম্পাদক), পিতা- অজ্ঞাত , ই ব্লক, লেদা অনিবন্ধিত শরনার্থী শিবির । শফি মাঝি , পিতা- অজ্ঞাত , ই ব্লক, লেদা অনিবন্ধিত শরনার্থী শিবির । নুরু, পিতা- অজ্ঞাত , ই ব্লক, লেদা অনিবন্ধিত শরনার্থী শিবির । সিরাজ (৩৮), পিতা- মরহুম ফরিদ হোসেন (এম, আর,সি নং- ১৬৮৮৬, রুম নং-৭,৮ শেড নং- ৯০৯, ব্লক-ই নয়াপড়া  নিবন্ধিত শরনার্থী শিবির । মৌলভী কামাল (৩৮), পিতা- অজ্ঞাত (এম, আর,সি নং- জেড৩০১০, রুম নং-২ শেড নং- ৭০২, ব্লক-ডি), নয়াপড়া  নিবন্ধিত শরনার্থী শিবির । জামাল মাঝি (৪০), পিতা- আব্দুস সালাম (এম, আর,সি নং- ৬৩০৪০, রুম নং-৩ শেড নং- ৭১৯, ব্লক-ডি), নয়াপড়া  নিবন্ধিত শরনার্থী শিবির । নেজাম মাঝি (৪৫), পিতা- আবু শামা (এম, আর,সি নং- জেড ৮০০৫৪, রুম নং-২ শেড নং- ৭১৯, ব্লক-ডি), নয়াপড়া  নিবন্ধিত শরনার্থী শিবির । মোঃ শফি প্রঃ মো নাছির (৫০), পিতা- অজ্ঞাত (এম, আর,সি নং- ৬৩১১৪, রুম নং-১ শেড নং- ৭৮৯, ব্লক-ডি), নয়াপড়া  নিবন্ধিত শরনার্থী শিবির । আব্দুল হাফেজ, পিতা- অজ্ঞাত , ই ব্লক, নয়াপড়া নিবন্ধিত শরনার্থী শিবির । হারুন প্রঃ হারুন ডাকাত, পিতা- অজ্ঞাত , আই ব্লক, নয়াপড়া নিবন্ধিত শরনার্থী শিবির । সলিম, পিতা- অজ্ঞাত , ডি ব্লক, নয়াপড়া নিবন্ধিত শরনার্থী শিবির । রশিদ উল্লাহ, পিতা- অজ্ঞাত , ডি ব্লক, নয়াপড়া নিবন্ধিত শরনার্থী শিবির । রফিক, পিতা- অজ্ঞাত , ডি ব্লক, নয়াপড়া নিবন্ধিত শরনার্থী শিবির । মৌলভী ছানাউল্লাহ, পিতা- অজ্ঞাত , বি ব্লক, নয়াপড়া নিবন্ধিত শরনার্থী শিবির । আব্দুল শুক্কুর প্রঃ কালা শুক্কুর, পিতা- অজ্ঞাত , বি ব্লক, নয়াপড়া নিবন্ধিত শরনার্থী শিবির । মৌলভী নরুল হক, পিতা- অজ্ঞাত , সি ব্লক, নয়াপড়া নিবন্ধিত শরনার্থী শিবির । মোঃ সালাম প্রঃ দাড়ি সালাম, পিতা- অজ্ঞাত , সি ব্লক, নয়াপড়া নিবন্ধিত শরনার্থী শিবির । নাজিম উদ্দিন, পিতা- অজ্ঞাত, সি ব্লক, নয়াপড়া নিবন্ধিত শরনার্থী শিবির । গুরা মিয়া, পিতা- অজ্ঞাত, সি ব্লক, নয়াপড়া নিবন্ধিত শরনার্থী শিবির । নরুল হাকিম, পিতা- অজ্ঞাত, সি ব্লক, নয়াপড়া নিবন্ধিত শরনার্থী শিবির । শাহ আলম, পিতা- অজ্ঞাত, সি ব্লক, নয়াপড়া নিবন্ধিত শরনার্থী শিবির । নুরুল বশর, পিতা- অজ্ঞাত, সি ব্লক, নয়াপড়া নিবন্ধিত শরনার্থী শিবির ।মাষ্টার হাবিবুল্লাহ , পিতা- অজ্ঞাত, সি ব্লক, নয়াপড়া নিবন্ধিত শরনার্থী শিবির । আনোয়ার সাদেক , পিতা- অজ্ঞাত, ই ব্লক, নয়াপড়া নিবন্ধিত শরনার্থী শিবির ।মোঃ সিরাজ , পিতা- অজ্ঞাত, ই ব্লক, নয়াপড়া নিবন্ধিত শরনার্থী শিবির । হাছন আহমদ, পিতা- অজ্ঞাত, এইচ ব্লক, নয়াপড়া নিবন্ধিত শরনার্থী শিবির । হাজি সুলতান , পিতা- অজ্ঞাত, আই ব্লক, নয়াপড়া নিবন্ধিত শরনার্থী শিবির । মোঃ জেবাইর, পিতা- অজ্ঞাত, বি ব্লক, নয়াপড়া নিবন্ধিত শরনার্থী শিবির । জাফর প্রঃ বার্মাইয়া জাফর, পিতা- অজ্ঞাত, সাং- জাদিমুরা, হ্নীলা , টেকনাফ  । সৈয়দ হোসেন, পিতা- বাচা মিয়া, সাং- জাদিমুরা, হ্নীলা, টেকনাফ  । নুরুল ইসলাম, পিতা- তাজর মুল্লুক, সাং- জাদিমুরা, হ্নীলা, টেকনাফ  । মোঃ কবির প্রঃ লেং কবির , পিতা- বাচা মিয়া, সাং- জাদিমুরা, হ্নীলা, টেকনাফ  । মৌলভী আব্দুস সালাম, পিতা- অজ্ঞাত, সাং- জাদিমুরা, হ্নীলা, টেকনাফ  । এনায়েত উল্লাহ,  পিতা- হাফেজ আব্দুর রহমান , সাং- জাদিমুরা, হ্নীলা, টেকনাফ  । ছৈয়দ আকবর (৩২), পিতা- মৌঃ আব্দুল আলীম, সাং- উনচিপ্রাং হোয়াইক্যং থানা- টেকনাফ  । মমতাজ (২০), পিতা- খ্ইুল্যা মিয়া, সাং- তেচ্ছিব্রিজ , লম্বাবিল, হোয়াইক্যং থানা- টেকনাফ  । মমতাজ (৩২), পিতা- জুহুর আলী, সাং- তেচ্ছিব্রিজ , হোয়াইক্যং থানা- টেকনাফ  । বদি আলম (২৮), পিতা- গোলাম আকবর, সাং- লম্বাবিল, হোয়াইক্যং থানা – টেকনাফ  । ওসমান প্রঃ বুলু (৪২), পিতা- মৃত আব্দুস শুক্কুর , সাং- করাচীপাড়া, হোয়াইক্যং থানা – টেকনাফ  । মোঃ শামসুল আলম , পিতা- আব্দুর রশীদ, সাং- উনছিপ্রাং হোয়াইক্যং থানা- টেকনাফ  । মোঃ ইসমাইল (২৮), পিতা- আব্দুর রশিদ, সাং- উনচিপ্রাং হোয়াইক্যং থানা- টেকনাফ  । মীর কাশেম  (৩৮), পিতা- মৌঃ আব্দুল আলীম, সাং- উনচিপ্রাং হোয়াইক্যং থানা- টেকনাফ  । করিম উল্লাহ (২৫), পিতা- শুক্কুর আহমদ, সাং- কাঞ্জরপাড়া, হোয়াইক্যং থানা- টেকনাফ  । শফিক (৩০), পিতা- ফজল মেম্বার, সাং- নয়াপাড়া, হোয়াইক্যং থানা- টেকনাফ  । নুরুল আলম (২৫), পিতা- হাবিবুর রহমান, সাং- রইক্ষ্যৎ, হোয়াইক্যং থানা- টেকনাফ  । আব্দু সালাম প্রঃ আব্দু কোম্পানী  (৩০), পিতা- রশীদ আহমদ, সাং-নয়াপড়া, শামলাপুর, টেকনাফ। আজিজুল ইসলাম প্রঃ পুতুইয়া, পিতা-রশীদ আহমদ, সাং-নয়াপড়া, শামলাপুর, টেকনাফ। মোঃ আলী (৩৬), পিতা- মৃত সোলতান আহমদ, সাং-নয়াপড়া, শামলাপুর, টেকনাফ। রহমত আরম (৪২), পিতা- মকবুল আলী , সাং-নয়াপড়া, শামলাপুর, টেকনাফ। ফরিদ আলম, (৪২) পিতা- মরহুম নুরুল ইসলাম, সাং-নয়াপড়া, শামলাপুর, টেকনাফ। বেলাল (৩০), পিতা- মরহুম নুরুল ইসলাম, সাং-পুরাণপাড়া, শামলাপুর, টেকনাফ। শওকত আলম (৩০), পিতা- সৈয়দ করিম প্রঃ কইজ্জা , সাং-পুরাণাপাড়া, শামলাপুর,বাহারছড়া, টেকনাফ। শহিদুল্লাহ (২৭), পিতা- গোলাইয়া, সাং-পুরানপাড়া, শামলাপুর,বাহারছড়া, টেকনাফ। হাসু প্রঃ বামাইয়া হাসু (৪০), পিতা- অজ্ঞাত, সাং- শামলাপুর, ঝাউবাগান, বাহারছড়া, টেকনাফ। কবির আহমদ (৪৫), পিতা- আব্দুল আলী, সাং-পশ্চিমপড়া, সেন্টমার্টিন, টেকনাফ। ফয়জুর রহমান (৪২), পিতা- সৈয়দ কাশিম, সাং-পশ্চিমপড়া, সেন্টমার্টিন, টেকনাফ। আজিম আলী (৫৫), পিতা- মরহুম মিয়া হোসেন, সাং-পশ্চিমপড়া, সেন্টমার্টিন, টেকনাফ। জাহেদ (২৫), পিতা- মাস্টার সামসুল ইসলাম, সাং-পশ্চিমপড়া, সেন্টমার্টিন, টেকনাফ। সিরাজুল ইসলাম (৩০), পিতা- মাস্টার আব্দুর রহমান, সাং-পশ্চিমপড়া, সেন্টমার্টিন, টেকনাফ। সামসুল ইসলাম  (৩৫), পিতা- মোঃ হাসান, সাং-পশ্চিমপড়া, সেন্টমার্টিন, টেকনাফ। আব্দুর রহমান (৪০), পিতা- লাল মিয়া, সাং-পশ্চিমপড়া, সেন্টমার্টিন, টেকনাফ। আবুল কালাম (৩৮), পিতা- মৃত জাফর আহমদ, সাং-মাঝেরপড়া, সেন্টমার্টিন, টেকনাফ। আব্দুর রাজ্জাক (৫০), পিতা- মৃত মোঃ এজাহার মিয়া, সাং-কোনারপড়া, সেন্টমার্টিন, টেকনাফ। হাফেজ উল্লাহ (৪৫), পিতা- মৃত মোঃ হোসেন, সাং–কোনারপড়া, সেন্টমার্টিন, টেকনাফ। মোঃ ইসমাইল মাঝি (৩৫), পিতা- করিম উল্লাহ সাং-দক্ষিনপড়া, সেন্টমার্টিন, টেকনাফ। রশীদ আহমদ (৩৫), পিতা- মৃত হাজী আমির হোসেন, সাং-গলাচিপাপাড়া, সেন্টমার্টিন, টেকনাফ। কবির আহমদ- সাবেক মেম্বার (৪৭), পিতা- মৃত আব্দুল গফুর , সাং-পূর্বপড়া, সেন্টমার্টিন, টেকনাফ। আবু তালেব (৪৫), পিতা- মৃত খলিলুর রহমান, সাং- পূর্বপড়া, সেন্টমার্টিন, টেকনাফ। আব্দুল শুক্কুর (৩৩), পিতা- কালু মিয়া, সাং- পূর্বপড়া, সেন্টমার্টিন, টেকনাফ। মোঃ ইসহাক (৪০), পিতা- হাজী আবুল কালাম , সাং-পূর্বপড়া, সেন্টমার্টিন, টেকনাফ। নজির আহমদ (৩০), পিতা- মৃত জাফর আহমদ, সাং-পূর্বপড়া, সেন্টমার্টিন, টেকনাফ। মোঃ সলিম (৩০), পিতা- মৃত আব্দুল গণি , সাং-পশ্চিমপড়া, সেন্টমার্টিন, টেকনাফ। আবু তাহের (২৮), পিতা-জাফর আহমদ প্রঃ টিভি জাফর, সাং-পশ্চিমপড়া, সেন্টমার্টিন, টেকনাফ। কামাল হোসেন (২৬), পিতা- মৃত মোঃ সিদ্দিক, সাং-পশ্চিমপড়া, সেন্টমার্টিন, টেকনাফ। মোঃ ইসমাইল (৩৫), পিতা- করিম উল্লাহ, সাং-পূর্বপাড়া, সেন্টমার্টিন, টেকনাফ। নুর ইসলাম (২৮), পিতা-নুর আহমদ, সাং-নজরুলপাড়া, সেন্টমার্টিন, টেকনাফ। মোঃ ইউনছ মাঝি (৪৫), পিতা- মোঃ বকসু মিয়া, সাং-বাজারপাড়া, সেন্টমার্টিন, টেকনাফ। রুজি আক্তার ওরফে বকুলি বেগম (২৬), পিতা- আব্দুস সালাম, সাং-ওয়াহেদার পাড়া ইসলামাবাদ ইউনিয়ন কক্সবাজার সদর, কক্সবাজার। সমসুল আলম (২২), পিতা- আব্দুস সালাম, সাং-ওযাহেদারপাড়া, ইসলামাবাদ ইউনিয়ন কক্সবাজার সদর, কক্সবাজার। আবুল কালাম ওরফে আবুল কালাম মেম্বাার, পিতা- মৃত আব্দুল গণি সওদাগর, ০৫ নং ওয়ার্ড, জুমনগর ইসলামপুর ইউনিয়ন, কক্সবাজার সদর। জাফর আলম (২৮), পিতা- আব্দুল সালাম, সাং-ওয়াহেদারপাড়া, ইসলামাবাদ ইউনিয়ন, কক্সবাজার সদর । মোঃ শাহজাহান  (৩৩), পিতা- ওমরআলী, সাং-মুহুরীপাড়া, লিংকরোড, কক্সবাজার সদর। আবু নফর (রোহিঙ্গা হিসেবে পরিচিত), পিতা- মৃত মোঃ সুলতান , ঠিকানা- দক্ষিন ডিককুল, কক্সবাজার সদর, কক্সবাজার। আবু,  পিতা- সব্বির আহমদ, সাং-বিমান বন্দর সড়ক, নুনিয়ারছড়া, কক্সবাজার সদর। ফরিদ,  পিতা- মোঃ মনু , সাং-খুরুস্কুল (কুলিয়াপাড়া), কক্সবাজার সদর। ইমরান,  পিতা- আব্দুর রহমান, সাং-খুরুস্কুল (কুলিয়াপাড়া), কক্সবাজার সদর। মনির খান,  পিতা- বাদশা, সাং কোনারপাড়া, খুরুস্কুল, কক্সবাজার সদর। মোঃ হানিফ,  পিতা- নূর আলম , সাং-দক্ষিনপাড়া, ভারুয়াখালী ইউনিয়ন, কক্সবাজার সদর। মনির মাঝি,  পিতা- বৌদু, সাং-দক্ষিনপাড়া, ভারুয়াখালী, কক্সবাজার সদর। মোনা মিয়া,  পিতা- মৃত দুদু মিয়া, সাং-সাদাতপাড়া, ভারুয়াখালী, কক্সবাজার সদর। মোমতাজ,  পিতা- মৃত ইয়াকুব আলী, সাং-সাদাতপাড়া, ভারুয়াখালী, কক্সবাজার সদর। সাবের,  পিতা- আব্দুল খালেক, সাং-পশ্চিমপাড়া, ভারুয়াখালী ইউনিয়ন, কক্সবাজার সদর। নুরু ওরফে ওরফে মালয়েশিয়া রফিক,  পিতা- আলী বসু, ঠিকানা- মাধ্যম গজালিয়া, চৌফলদন্ডী ইউনিয়ন, কক্সবাজার সদর। আব্দুস সালাম ওরফে লম্বা সালাম,(৩৭)  পিতা- মৃত কবির আহমদ, ঠিকানা- জুম্মাপাড়া জলিয়াপালং উখিয়া  কক্সবাজার । ইসহাক আহমেদ (৪০), পিতা- মনির আহমদ, সাং- জুম্মাপাড়া জলিয়াপালং উখিয়া  কক্সবাজার । ছৈয়দ আলম (৩৫), পিতা- শামসুল আলম, সাং-পাইন্নাসিয়া, জালিয়াপালং, উখিয়া উপজেলা, কক্সবাজার । মোঃ ছিদ্দিক (৪০), পিতা- মৃত ফজল আহমদ, সাং-দক্ষিন সোনাইছড়ি জালিয়াপালং, উখিয়া উপজেলা, কক্সবাজার  ইউসুফ জালাল (৩০), পিতা- মৃত ফজল আহমদ, সাং-দক্ষিন সোনাইছড়ি জালিয়াপালং, উখিয়া উপজেলা, কক্সবাজার নুরুল আলম ওরফে নুর (৩২), পিতা- মৃত কবির আহমদ, ঠিকানা- জুম্মাপাড়া, জালিয়াপালং, উখিয়া কক্সবাজার। আলী আকবর, (৩৫) পিতা- আলী হোসেন ফকির, ঠিকানা- দক্ষিন ধুয়ার বিল, জালিয়াপালং, উখিয়া উপজেলা কক্সবাজার । ছৈয়দ আলম ওরফে ছৈয়দ্যা, (৩৫), পিতা- মৃত আমীর হামযা, ঠিকানা- দক্ষিন সোনইছড়ি, জালিয়াপালং, উখিয়া কক্সবাজার। শামসুল আলম (৩৫), পিতা- ইসলাম মিয়া, সাং- ধুয়ার বিল, জালিয়াপালং, উখিয়া উপজেলা, কক্সবাজার। শফিউল আলম (৪০) পিতা- নূর আহমদ ওরফে নুরু (০৯ বছর যাবৎ মালয়েশিয়ায় আছেন মর্মে জানা যায়০, সাং- নয়াপাড়া, চাকমারকুল, রামু, কক্সবাজার  । মঞ্জুরা বেগম,(৩০) স্বামী- শফিউল আরম, সাং- নয়াপড়া, চাকমারকুল, রাম কক্সবাজার । রাশেদুল ইসলাম,(৩৫) পিতা- আব্দুল গফুর, সাং- নয়াপড়া, চাকমারকুল, রাম কক্সবাজার । ছুরত আলম,(৪০) পিতা- মৃত শফিউল আলম, সাং- পূর্ব শাহমদেরপাড়া, চাকমারকুল, রামু কক্সবাজার । আব্দুল হামিদ ওরফে জবর মল্লুক,পিতা-মৃত মালেকুজ্জামান, গ্রাম-দোছড়ি. কচচপিয়া ইউনিয়ন, রামু কক্সবাজার । জাফর, পিতা- কালা মিয়া, সাং-বড়বিল, গর্জনিয়া ইউনিয়ন, রামু কক্সবাজার । ফাতেমা বেগম স্বামী- আবু তাহের,  সাং- উলুবনিয়া, জুলহাজরা চকরিয়া কক্সবাজার । ফরিদুল ইসলাম প্রকাশ লম্বা ফরিদ,(৪৭) পিতা- নুর আহমদ, সাং- ০৩ নং ব্লক, বদরখালী, চকরিয়া কক্সবাজার । কলিম উল্লাহ,(২৫) পিতা- নুরুল আলম বাহাদুর , সাং- ০৩ নং ব্লক, বদরখালী, চকরিয়া কক্সবাজার । মেহেদী হাসান, পিতা- মৃত সাব্বির আহমেদ,  সাং- কালাগাজী সিকদারপাড়া, পূর্ব বড়ভেওলা, চকরিয়া, কক্সবাজার । সিরাজুল ইসলাম ওরফে হাসু , পিতা- লাল মোহাম্মদ  , সাং- সেগুনবাগিচা, ০৬ নং ওয়ার্ড, খুটাখালী , চকরিয়া কক্সবাজার। মোঃ রাসেল পিতা- জসিম উদ্দিন, সাং- ঢেমুশিয়া ০৫ নং ওয়াড, তেজাপাড়া চকরিয়া কক্সবাজার। মিজানুর রহমান , পিতা- বাদশা মিয়া ওরফে , বাদশা, সাং- ০৫ নং ওয়ার্ড, চিরিঙ্গা পৌরসভা, চকরিয়া, কক্সবাজার । কফিল উদ্দীন , পিতা- মৃত জালাল আহমদ, ঠিকান- দক্ষিন মগডেইল, বড়ঘোপ ইউনিয়ন, কুতুবদিয়া উপজেলা, কক্সবাজার। মোঃ শুক্কুর , পিতা- নুর আলম , সাং- পূর্ব টেটং কাচারী পাহাড় পেকুয়া কক্সবাজার। সরবত আলী , পিতা- মৃত নূর মোহাম্মদ, সাং- কোদাইল্যাদিয়া, মগনামা, পেকুয়া, কক্সবাজার । ইউনুছ পিতা- ছৈয়দ আলম, সাং- – কোদাইল্যাদিয়া, মগনামা, পেকুয়া, কক্সবাজার । বেলাল (২৪) পিতা- আণোয়ার হোসেন, সাং- মেহেরনামা ছড়াপাড়া, পেকুয়া সদর ইউনিয়ন, পেকুয়া কক্সবাজার । পারভেজ (১৯), পিতা- মৃত জামাল উদ্দীন, সাং- পূর্ব গোয়াখালী, পেকুয়া সদর ইউনিয়ন, পেকুয়া , কক্সবাজার  । জাফর আলম (৪০), পিতা- হাজী কালা মিয়া, সাং- ঘটিভাঙ্গা, কুতুবজোম, মহেশখালী, উপজেলা, কক্সবাজার  । আমীর হোসেন (৪২), পিতা- হাজী মকবুল সোবহান, সাং- ঘটিভাঙ্গা, কুতুবজোম, মহেশখালী, উপজেলা, কক্সবাজার। আমীর হোসেন, পিতা- হাজী নুর হোসেন, সাং- ঘটিভাঙ্গা, কুতুবজোম, মহেশখালী, উপজেলা, কক্সবাজার  । এবাদুল্লাহ (৩৮), পিতা- মকসুদ মিয়া, সাং- ঘটিভাঙ্গা, কুতুবজোম, মহেশখালী, উপজেলা, কক্সবাজার  । এমদাদ মিয়া (৪৫), পিতা- মৃত হযরত আলী, সাং- ঘটিভাঙ্গা, কুতুবজোম, মহেশখালী, উপজেলা, কক্সবাজার  । রহমত উল্লাহ (৩৭২), পিতা- মোঃ আমিন, সাং- নয়াপাড়া, কুতুবজোম, মহেশখালী, উপজেলা, কক্সবাজার  । জালাল আহমদ (৪৫), পিতা- মৃত কবির আহমদ, সাং- নয়াপাড়া, কুতুবজোম, মহেশখালী, উপজেলা, কক্সবাজার। আমির হোছন, (৪৫), পিতা- মোস্তাক আহমদ, সাং- নয়াপাড়া, কুতুবজোম, মহেশখালী, উপজেলা,  কক্সবাজার  । সিরাজ মিয়া (৩৩) পিতা- আলী মিয়া, সাং- নয়াপাড়া, কুতুবজোম, মহেশখালী, উপজেলা, কক্সবাজার  ।ছৈয়দ কবির, (৩৩) পিতা- মৃত কেরামত আলী, সাং- নয়াপাড়া, কুতুবজোম, মহেশখালী, উপজেলা, কক্সবাজার  ।লাসেন থুই (৪৫) পিতা- মৃত ইথুইং, সাং- বগ রাখাইনপাড়া, মহেশখালী, পৌরসভা ।লান্নুয়ে (২৬) স্বামী- শিমং, সাং- বড় রাখাইনপাড়া, মহেশখালী, পৌরসভা ।মৌলভী মুজিবুর রহমান (৩২), পিতা- মরহুম এজাহার কোম্পানী, সাং- জালিয়াপাড়া, টেকনাফ, (এমপি আব্দুর রহমান বদির ছোট ভাই) বেলাল উদ্দিন (২২), পিতা- মোঃ ধলু হোসেন, সাং- বাজারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ ।  মোঃ ইউনুছ (৪০), পিতা- মরুহম সুলতান আহমদ, সাং- বাজারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ ।  ইসমাইল, পিতা- হাজী সালেহ আহমদ, সাং- বাজারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ ।  জিয়াবুল, পিতা- হাজী সালেহ আহমদ, সাং- বাজারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ ।  ফিরোজ আহমদ, পিতা- মরহুম আবু শামা ওরফে বাডু হাজী, সাং- ডাঙ্গারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ ।  মোঃ হাসেম প্রঃ পোয়া মাঝি (৫০), পিতা- মরহুম আবু তাহের, সাং- ডাঙ্গারপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ ।  দেলোয়ার (৩৮), পিতা- মরহুম আব্দুল মোতালেব, সাং- ডাঙ্গরপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ ।  মোঃ সাহাব মিয়া, পিতা- মরহুম সুলতান আহমদ সাং- মাঝেরপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ ।  মোঃ শরীফ হোসেন  (৪০), পিতা- মরহুম জালাল আহমদ, সাং- মিস্ত্রিপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ ।  শরীফ হোসেন ভুলু, (৪৫) পিতা- মরহুম মোঃ হোসেন সাং- মিস্ত্রিপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ ।  মোঃ সেলিম প্রঃ লম্বা সেলিম, পিতা- মরহুম হাসেম, সাং- মিস্ত্রিপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ ।  আয়াছ, পিতা- মরহুম মীর আহমদ, সাং- মিস্ত্রিপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ ।  সৈয়দ (৩৫), পিতা- মরহুম নজির আহমদ, সাং- উত্তরপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ।  জিয়াবুল (৩৩) পিতা- মরহুম নজির আহমদ, সাং- উত্তরপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ ।  সাহদেুর রহমান নিপু (৩৩), পিতা- আব্দুর রহমান প্রঃ অসি আব্দুর রহমান, সাং-পুরানপাড়া, সাবরাং, টেকনাফ (এমপি আব্দুর রহমান  বদির ভাগীনা)। আকতার কামাল (৩৬), পিতা- মরহুম নজির আহমদ মেম্বার, সাং- আলীর ডেইল,সাবরাং টেকনাফ।  শাহেদ কামাল (৩৬), পিতা- মরহুম নজির আহমদ মেম্বার, সাং- আলীর ডেইল,সাবরাং টেকনাফ।  হামিদ হোসেন (৪০), পিতা- মরহুম হাজি আব্দুল করিম, সাং- বাজারপাড়া ,সাবরাং টেকনাফ।  জহির উদ্দিন প্রঃ কানা জহির  (৬০), পিতা- মরহুম হোসেন আলী সিকদার, সাং- মুন্ডারডেইল, সাবরাং , টেকনাফ ।  মোঃ শাকের মাঝি (৩০), পিতা- মোঃ কবির আহমদ , সাং- মুন্ডারডেইল, পোঃ সাবরাং থানা- টেকনাফ টেকনাফ ।  নুরুল আলম নুর প্রঃ নুরু মাঝি(৪০), পিতা- নাজির হোসেন প্রঃ নাজু মিয়া, সাং- মুন্ডারডেইল, পোঃ সাবরাং থানা- টেকনাফ মৌলভি আজিজ, পিতা- মৌলভি নাছির উদ্দিন, সাং- পুরানপাড়া শামলাপুর, টেকনাফ ।  নুরু হাকিম মাঝি (৫৫), পিতা- মরুহুম গণি মিয়া, সাং- দক্ষিনপাড়া, শাহপরীরদ্বীপ, টেকনাফ ।  নুর মোহাম্মদ মেম্বার , পিতা- নজু মিয়া, সাং- নয়াপাড়া, সাবরাং, টেকনাফ । মৌলভি বশির প্রঃ ডাইলা, পিতা-মরহুম সুলতান আহমেদ, সাং- কচুবনিয়া, সাবরাং, টেকনাফ নজির আহমদ প্রঃ নজির ডাকাত পিতা- আব্দুর রহিম, সাং- কচুবনিয়া, সাবরাং, টেকনাফ । আব্দুল হামিদ  (৪০), পিতা- আব্দুল খালেক, সাং- কচুবনিয়া,সাবরাং, টেকনাফ হামিদ, পিতা- আব্দুল খালেক, সাং- কচুবনিয়া, সাবরাং চেকনাফ । (বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করে পাচার কাজ করে)। রমজান, পিতা- আব্দুল খালেক, সাং- কচুবনিয়া, সাবরাং, টেকনাফ । (বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করে পাচার কাজ করে)। মিয়া, পিতা- আহমদ, সাং- কচুবনিয়া, সাবরাং, থানা- টেকনাফ । গুরা মিয়া, (৩২) পিতা- মরুহুম মোছাব্বার আহমদ, সাং- কচুবনিয়া, সাবরাং, থানা- টেকনাফ । মোঃ কাসেম, প্রঃ জিমা কাসেম(৫৫), পিতা- অজ্ঞাত, সাং- কচুবনিয়া, সাবরাং, থানা- টেকনাফ । মোঃ ইসলাম প্রঃ বাগু (৩২) পিতা- ফজল আহমদ, সাং- কচুবনিয়া, সাবরাং, থানা- টেকনাফ । জাফর আলম, (৩৫) পিতা- ফজল আহমদ, সাং- কচুবনিয়া, সাবরাং, থানা- টেকনাফ । মোঃ কবির মেম্বার, পিতা- নুর আহমদ, সাং- হরিয়াখালী, সাবরাং, থানা- টেকনাফ । সাদ্দাম, (২৫) পিতা- নুর আহমদ, সাং- হারিয়াখালি, সাবরাং, থানা- টেকনাফ । মোহাম্মদ, (৩০) পিতা- আব্দুল আজিজ, সাং- কোয়াংছড়িপাড়া, সাবরাং, থানা- টেকনাফ । এজহার মাঝি  পিতা- মরহুম আমির হোসেন সাং- কোয়াংছড়িপাড়া, সাবরাং, থানা- টেকনাফ । মাজেদ মাঝি,  পিতা- আব্দুল জব্বার সাং- কোয়াংছড়িপাড়া, সাবরাং, থানা- টেকনাফ । আলমগীর (২৮), পিতা- আব্দুল মাজেদ, সাং- কাটাবনিয়া, সাবরাং- টেকনাফ। শওকত, (৩২) পিতা- আব্দুল মাজেদ, সাং- কাটাবনিয়া, সাবরাং, থানা- টেকনাফ ।  আক্তার কামাল, (৩৫) পিতা- নজির আহমদ মেম্বার, সাং- আলীরডেইল, সাবরাং, থানা- টেকনাফ ।  শাহেদ কামাল, (৩০) পিতা- নজির আহমদ মেম্বার, সাং- আলীরডেইল, সাবরাং, থানা- টেকনাফ । আব্দুল গফুর(৪০), পিতা- আনু ফকির, সাং- হাদুরছড়া, সাবরাং, থানা- টেকনাফ ।  হেবজ রহমান প্রঃ হেবজ মাঝি, (৫৫) রোহিঙ্গা,পিতা- মৃত কালা মিয়া প্রঃ মৃত দলিলুর রহমান, সাং- চকবাজার, টেকনাফ সদর ইউপি, টেকনাফ । নুরুল আলম চেয়ারম্যান, (৪০) পিতা- মৃত হাজী মোঃ শফি সাং- গোদারবিল, টেকনাফ সদর ইউপি, টেকনাফ । সুত্র  কক্সবাজার রিপোর্ট :

পাঠকের মতামত

মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেলো শিক্ষার্থীর

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম আহম্মেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ...

ঢাকায় আসছেন ইলন মাস্ক!

আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আগামী এপ্রিলে রাজধানী ঢাকায় হচ্ছে বৈশ্বিক বিনিয়োগকারীদের জমকালো ...

মাদকে সয়লাব দেশ

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর স্থবিরতায় সারা দেশ মাদকে সয়লাব। গত চার বছরে দেশে অন্তত ৪০ লাখ ...