বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
ব্যাটারিচালিত ইজিবাইক অবৈধ-সংসদে ওবায়দুল কাদের
প্রকাশিত - জানুয়ারী ৩১, ২০১৭ ৮:৩৭ এএম
ব্যাটারিচালিত ইজিবাইক ও ক্ষুদ্র যানবাহন দেশের বিভিন্নস্থানে অবৈধভাবেই চলাচল করে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার জাতীয় সংসদে সরকার দলীয় সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী জানান, ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী ব্যাটারিচালিত যানবাহন মোটারযান নয় বলে বিআরটিএ থেকে কোন রেজিস্ট্রেশন দেয়া হয় না। এগুলো অবৈধভাবে রাস্তায় চলাচল করে। আইন প্রয়োগকারী সংস্থা এগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে।
সংরক্ষিত আসনের এমপি বেগম লুৎফা তাহেরের অপর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ তুলে ধরে বলেন, ব্যাটারিচালিত ইজিবাইক এবং ক্ষুদ্র যানবাহন মোটরযানের সংজ্ঞায় অন্তর্ভুক্ত নয় বলে এসব নিয়ন্ত্রণে বিআরটিএ’র কোন সম্পৃক্ততা নেই।
১ আগস্ট ২০১৫ সাল থেকে সড়ক নিরাপত্তা বিধানে সব জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার অটোরিকশা/অটোটেম্পু এবং সব ধরনের অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এলক্ষ্যে গত ২৭ জুলাই ২০১৫ তারিখে প্রজ্ঞাপন জারি করা হয়। সম্প্রতি হাইকোর্ট বিভাগ একই নির্দেশনা প্রদান করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নির্দেশনাটি বাস্তবায়ন করতে পারেন।
Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.