প্রকাশিত: ০১/০৮/২০১৬ ৭:৪৪ এএম

s3১৯৮০’র সময়টা বলিউডে খুব একটা সুবিধের নয়। একের পর এক তৈরি হচ্ছে ছবি। আর তার গানে, সংলাপে যৌন ইঙ্গিতের ছড়াছড়ি। কখনও কখনও যা ছাড়িয়ে গেছে শালীনতার সীমা! সেরকমই এক কথোপকথন এবার ভাইরাল হল ইন্টারনেটের দুনিয়ায়। ছবির নাম ‘মকসদ’। ১৯৮৪ সালে যে ছবিতে নায়ক-নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল রাজেশ খান্না এবং শ্রীদেবীকে।

ভিডিওতে দেখা যাচ্ছে সকালবেলার দৃশ্য। বাগানে টি-টেবিলে বসে আছেন নায়ক-নায়িকা। চাকর এল এবং যথেষ্ট অশালীন হাবে-ভাবে, ভাষায় জানিয়ে গেল চা নিয়ে আসার কথা।

দেখা গেল, চাকরের কথা শুনে খুবই অবাক হয়েছেন নায়িকা। নায়কের কাছে জানতে চাইছেন, ঠিক কী বলে গেল ওই চাকরটি! নায়ক প্রাঞ্জল করে বুঝিয়েও দিলেন ব্যাপারটা।
আর, তার পরেই কথোপকথনে শালীনতা বলে কিছু রইল না। নায়িকা নানা ধাঁধা জিজ্ঞেস করতে থাকলেন নায়ককে।

যেমন, ”আমি কাঁদতেই থাকলাম আর ও ঢেলেই গেল!” ”পিষে ফেলল, আমায় ঠুকে দিল!” ”আমি আমারটা দেখতে পাচ্ছি না। কিন্তু, তুমি নিজেরটাও দেখতে পাচ্ছো, আমারটাও!”

এখানেই শেষ নয়। শ্রীদেবী আর রাজেশ খান্নার এই কথোপকথনে অশালীনতার উদাহরণ আছে আরও! সূত্র: সংবাদ প্রতিদিন।

ভিডিও:

 

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...