একুশ পদক পেয়ে উচ্ছ্বসিত ফুটবলার উখিয়ার রিপা
নারী ফুটবল দলসহ ১৮ জনকে একুশে পদক তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ...
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ ছিল ভারত। তবে খেললো শুধু বাংলাদেশই! একের পর এক আক্রমণে গোটা ম্যাচে ভারতের রক্ষণের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছে মারিয়া মান্ডারা। তবে গোলের দেখা মিলছিল না। সেই আক্ষেপ জুড়াতেই কিনা এলো দেখার মতো এক গোল। আনাই মোগিনীর বাতাসে ভাসানো বল দেখতে দেখতে জড়িয়ে গেলো জালে। ব্যস, হয়ে গেলো! ওই লক্ষ্যভেদেই ভারতকে ১-০ গোলে হারিয়ে সাফের শিরোপা ঘরে তুললো বাংলাদেশ।
পাঠকের মতামত