নির্বাচনের সময় ঘোষণা করলেন মিয়ানমারের জান্তা প্রধান
চলতি বছরের ডিসেম্বরে অথবা ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জানিয়েছেন মিয়ানমারের সামরিক ...
ভারতের তামিলনাড়ুর কুন্নুরে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন।
জঙ্গলের মধ্যে কপ্টার ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হেলিকপ্টারে সেনাকর্তারা ছিলেন। খবর আনন্দবাজারের।
দুর্গম পাহাড়ি ওই এলাকায় দুর্ঘটনা ঘটার পর আহত সেনা কর্মকর্তাদের উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াতের সঙ্গে তার স্ত্রীও ছিলেন বলে জানা গেছে। নীলগিরির কালেক্টর জানিয়েছেন, কপ্টার দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।
সেনাবাহিনীর ওই কপ্টারে বিপিন রাওয়াতসহ ৯ জন ছিলেন। এখন পর্যন্ত তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেকেই এখনও নিখোঁজ।
বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কুন্নুরে গভীর জঙ্গলের ওপর ভেঙে পড়ে হেলিকপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়
পাঠকের মতামত