প্রকাশিত: ০৭/১০/২০১৬ ২:২৩ পিএম

বাপ্পা বড়ুয়া,ভার্জিনিয়া,যুক্তরাষ্ট্র থেকে :

ভারতীয় আধুনিক গানের শিল্পী, গীতিকার এবং 13891985_10153551781172271_1759233604233819091_nসঙ্গীত পরিচালক শ্রীকান্ত আচার্য্য। গানের জগতে দুটো দশক পার করে ফেললেন। দুই বাংলার জনপ্রিয় এই কণ্ঠশিল্পীকে নিয়ে আগামী ৯ অক্টোবর ২০১৬ ইং’রবিবার একক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে ওয়াশিংটন ডিসির সাংস্কৃতিক সংগঠন রংতুলি।শ্রীকান্ত আচার্য্য তার গত দুই দশকের সংগীতের সম্ভার নিয়ে লাইভ পারফরমেন্স করবেন।বহুল জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত তার কণ্ঠে নতুন হয়ে শ্রোতার কণ্ঠে ধরা দেয়। তার পরিশীলিত ও চর্চালব্ধ কণ্ঠমাধুর্য চিরকালীন রবীন্দ্রসঙ্গীতে যেন এক ভিন্ন মাধুর্য নিয়ে আসে। এছাড়াও হারানো দিনের গানে শ্রীকান্ত আচার্যের পারদর্শিতা প্রায় প্রবাদে পরিণত হয়েছে।আমার সারাটা দিন/ মেঘলা আকাশ/ বৃষ্টি…তোমাকে দিলাম’ তার অসামান্য জনপ্রিয় গান।

রংতুলি সংগঠনের সঙ্গীত সন্ধ্যার আয়োজক শান্তনু বড়ুয়া জানান,ভার্জিনিয়ার লী হাই স্কুল অডিটরিয়াম, ৬৫৪০ ফ্রানকোনিয়া রোড, ষ্প্রীংফিল্ড, ২২১৫০ এ অনুষ্ঠিত হবে সঙ্গীত সন্ধ্যাটি ।উক্ত অনুষ্ঠানের প্রবেশ মুল্য ২০, ৩৫, ৫০ ও ভিআইপি ১০০ ডলার ধার্য্য করা হয়েছে। তবে অগ্রীম ১৭, ৩২, ৪৫ ও ১০০ ডলার ক্রয়মুল্যে টিকেট সংগ্রহ করা যাবে। অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্য ও টিকেটের জন্য ৭০৩-২০৯-২০৩৪ এই নাম্বারে যোগাযোগ করার জন্য রংতুলির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠানে।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...