ভালোবাসা নামক ছোট্ট শব্দটি নিয়ে এই নশ্বর পৃথিবীতে অনেক আলোচনা সমালোচনা লেখনি হয়েছে।কিন্তু আজ পর্যন্ত মানুষ এই ছোট্ট বিষয়ে একজায়গায় আসতে পারেনি।পারবেও না।
ভালোবাসা শব্দটি সম্পূর্ণ আপেক্ষিক;এটি নির্ভর করে ব্যক্তির কিংবা প্রাণীর সামাজিক অবস্থানের উপর।ধরুন যদি আপনি সামাজিকভাবে খুব উঁচুস্থরে থাকেন তাহলে আপনার পাশ্ববর্তী লোকজনের ভালোবাসা আপনার প্রতি বেশ অবলোকন করবেন।এমন কি আপনার হয়ে অনেকে আপনার চতুঃপার্শ্বে ভালোবাসা বিনিময় করবেন।
আর যদি আপনি রাজনৈতিকভাবে সফল হন তাহলেও একেক দেশে একেকভাবে আপনার প্রতি ভালোবাসা প্রচারিত প্রকাশিত হবে।এটাও দেশের আইনকানুন এর কঠোরতা ও শীতলতার উপর বহুলাংশে নির্ভর করে।মনে করে আপনি দেশে বেশ প্রশংশিত হয়ত একই সময়ে আপনার কোন দেশি লোক আপনার নামে অকথ্য ভাষায় সামাজিক নানা মাধ্যমে লিখে যাচ্ছেন।
কর্মক্ষেত্রেও এটি পজিশন বা পদ ও ক্ষমতার উপর নির্ভরশী। আপনি যদি কর্মজীবনে সিদ্ধান্ত গ্রহনকারী পর্যায়ে পৌছাতে পারেন তাহলে আপনার আশেপাশে অনেক পরামর্শদাতা জুটবে এবং তাদের ভালোবাসা বাহ্যিকভাবে প্রকাশের বহুরকম কর্মকান্ড আপনার জ্ঞাতসারে চালাবেন।তারা ক্ষণে ক্ষণে আপনার সিনিয়র-জুনিয়রদের সমালোচনা করবেন এমনকি তাদের চরিত্রও হনন করবেন।একই সাথে তাদের স্বার্থ মাথায় রেখে আপনাকে মিস গাইড করতে পারে।এই সময়ে আপনি বেশ ভালো একটা বলয় দেখতে পাবেন।সিনিয়ররাও কখনো কখনো আপনাকে বেশ সমীহ করবেন এবং তাদের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে নিমন্ত্রণ করবেন।জুনিয়ররা নিয়মিত আপনার ফেসবুক প্রোফাইল চেক করবেন সুযোগবুঝে তার অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশস্বরুপ আপনারে ওয়ালে বেশ ইতিবাচক মন্তব্য করবেন এবং আপনার জন্মদিন, বিবাহবার্ষিকীর কিংবা বিশেষ দিবসের শুভেচ্ছা জানাবেন।কোন কোন ক্ষেত্রে তারা আপনার গুণের এতই উচ্ছ্বসিত প্রশংসা করবেন যা দেখে আপনি নিজেই হতবিহ্বল হয়ে যাবেন।এবার একটা গল্পবলি,গল্পটা অনেক আগে শোনা হয়ত কিছু কমবেশিও হতে পারে।একলোক তারা বাসার পানি তোলার মটর বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করলে পত্রিকায়।মটরটার ত্রুটিছিল এটি চালু অবস্থায় বেশ শব্দ করত যা বৃদ্ধ মালিকের ঘুমের ব্যাঘাত ঘটাত।বিজ্ঞাপন প্রচারের অনেকদিন পরেও কোন ক্রেতার সন্ধান মিলল না।একদিন হঠাৎ একলোক এসে সেই বৃদ্ধের সাথে দেখা করে মটরটা বিক্রয় করে দেবার চুক্তি করল।পরদিন আবার সংশোধিত বিজ্ঞাপন প্রকাশিত হলোঃএকটি বৈদ্যুতিক মটর বিক্রি হবে।মটরটির বৈশিষ্ট্য হলো এটি সার্বাধুনিক প্রযুক্তিতে তৈরি,সারাক্ষণ পানি তোলার কাজ করলেও গরম হয়না,মটরটার প্রতিটা যত্রাংশ বেশ উন্নত মানের,দামের তুলনায় মটরটা মান অনেকভালো,এটি চালু অবস্থায় এমন সুরেলা আওয়াজ করে যা আপনাকে সারাক্ষণ জাগ্রত ও সজাগ রাখবে।এরকম আরো অনেক আকর্ষনীয় গুণের কথা লেখা হলো বিজ্ঞাপনটিতে।প্রথমবারের বিজ্ঞাপনের তুলনায় ২য় বিজ্ঞাপনটিকে বেশি আকর্ষনীয় বিপননের লোকটা।বিজ্ঞাপন প্রকাশের পর বৃদ্ধিলোকটা বিপনন কর্মকর্তাকে দ্রুত ডেকে পাঠাল এবং লোকটাকে জানিয়ে দিল তার মটরটা উনি বিক্রি করবেন না।একথা শোনে বিপণনের দায়িত্ব নেওয়া লোকটা হতভম্ব হয়ে বিক্রি না করার কারণ জিজ্ঞেস করল।উত্তরে বৃদ্ধ জানাল আমার কাছে এত উন্নত একটা মটর আছে তা আমি জানতামনা।আপনার বিজ্ঞাপন দেখে আমার বুঝতে কস্ট হয়নি।
আপন অবস্থান যতই উপরের দিকে হবে আপনার গুণের কথা ততই প্রকাশিত হবে ফলে আপনি প্রকৃত সত্য বুঝতে পারবেনা।
দেখতে দেখতে আমরা জীবন থেকে আরো একটা বছর ব্যয় করছি।২০২১ খ্রিঃ অনেক ভালোবাসা পেয়েছি কিন্তু তাতে বেশি উপকৃত হয়নি বরং কিছুটা ক্ষতি হয়েছে।যখন যা যেভাবে ব্যক্তি জীবনে আপনার প্রয়োজন ঠিক তা সঠিক সময়ে পাওয়াকে যত্ন বুঝি।লোকে কি ভাববে বা কি বুঝবে তা দিয়ে ব্যক্তি জীবন অসম্পূর্ণ এমনকি ক্ষেত্র বিশেষে অচল।আপনাকে যে বা যারা যত্ন নিবে কেবল তারাই আপনার প্রকৃত বন্ধু। জানি ভালোবাসা’র মত যত্ন নিয়েও অনেকের বহুমত আছে ও থাকবে।আজকে উপবাস থেকে কালকে মেজবান খাওয়ায় অবিশ্বাসী হিসাবেই আমার কাছে যত্নটা বেশি গুরুত্বপূর্ণ।
২০২২ সালে সকলের জীবন ভরে উঠুক যত্নে পরম মমতায়।
বিদায়-২০২১।
জিয়াউর রহমান,
উপ-পরিচালক(স্বাস্থ্য ও পুষ্টি),
শেড।
তারিখঃ৩১/১২/২০২১খ্রিঃ
পাঠকের মতামত