বাংলা আমাদের মায়ের ভাষা।এই ভাষার জন্য আমাদের দেশের জনগণ শহিদ হয়েছেন। এবং এই ভাষা আন্দোলনের সূচনালগ্নেই ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজমের অবস্বরনীয় অবদান অনস্বীকার্য।
উখিয়ায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উখিয়া উপজেলার সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় উখিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফ হোসাইন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী , উখিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ , শ্রমিক কল্যাণ ফেডারেশনের উখিয়া উপজেলার সভাপতি মোহাম্মদ রিদুয়ানুল হক জিশান, ছাত্র প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি সহ প্রমুখ।