নুরুল আজিম নিহাদ:: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ধর্মীয় ভিক্ষুকে হত্যার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। ওই মানববন্ধনে বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন সংগঠন যোগ দেন। সোমবার বিকেলে কক্সবাজার পৌরসভার সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বৌদ্ধ ধর্মীয় নেতারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায় এখন পুরোপুরি অনিরাপদ। একের এক খুনের ঘটনা ঘটলেও বিচারের কুল কিনারা মিলছেনা। কারণ প্রত্যেকটি ঘটনাকে রূপ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় বসে ভিক্ষু হত্যার ২৪ ঘন্টার মধ্যেই মন্তব্য করেছেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এতে পরিবারের সদস্যরা জড়িত রয়েছে। এটি সম্পূর্ণ বেফাস মন্তব্য।
এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয় বিকারগ্রস্ত। তা না হলে সুদূর ঢাকায় বসে বান্দরবানের প্রত্যন্ত অঞ্চল বাইশারীর মত একটি এলাকায় সংগঠিত ঘটনার মন্তব্য এত দ্রুত কিভাবে করে। তাই দ্রুত এ বক্তব্য প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানান। পাশাপাশি অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ্যাড. অরূপ বড়–য়া তপু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, এ্যাড. দীপংকর বড়য়া পিন্টু, উদয় শংকর পাল মিঠু, বাবুল বড়–য়া, কেন্দ্রীয় সীমা বিহারের সহকারি পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু, বাংলাদেশ রাখাইন-মারমা সংঘ কাউন্সিলের সাধারণ সম্পাদক জ্যোতিসারা ভিক্ষু প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের পরে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ রাখাইন-মারমা সংঘ কাউন্সিল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক জ্যোতিসারা ভিক্ষু প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ভিক্ষু হত্যার দ্রুত বিচার দাবী করেন।
পাঠকের মতামত