পরীমণির প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত
সড়ক দুর্ঘটনায় চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪২) নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ...
একজন ধর্ম অন্তঃপ্রাণ ব্যক্তি। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল হজ্ব পালন করবেন। তিল তিল করে টাকা জমিয়েছেন গায়ে-গতরে খেটে। দীর্ঘ ৫০ বছর ধরে টাকা জমিয়েও বিভিন্ন কারণে পুরো টাকা জোগাড় করতে পারেন নি। অবশেষে নিজের ভিটের কিছু জমি ও একটি পালিত গরু বিক্রি করে হজ্ব পালন করেছেন তিনি।
বলছিলাম সিরাজগঞ্জের উল্লাপাড়ার জহুরুল ইসলাম জহের কথা। তার বয়স এখন ৭০। সেই কিশোর বয়স থেকেই মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছেন। ছোটবেলার ইচ্ছে হজ্ব করার টাকা জোগাড় করতে তার লেগেছে ৫০ বছর। এই ৭০ বছর বয়সে এসে তার ইচ্ছে পূরণ হলো।
জহুরুল ইসলাম জহের বলেন, আমার প্রচণ্ড ইচ্ছে ছিল একবারের জন্য হলেও হজ পালন করা। কিন্তু টাকা পাব কোথায়? ৫০ বছরের কষ্টের অর্জিত জমানো টাকা দিয়েও হজের সর্ম্পূণ টাকা জোগাড় করতে পারেনি। পরে কিছু জমি ও গরু বিক্রি করে বাকি টাকা জোগাড় করি।
পাঠকের মতামত