আলিফকে দলীয় কর্মী দাবি করে জামায়াত আমিরের নিন্দা
চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় ...
এখন থেকে ভিসা ছাড়াই ওমরাহ হ্বজ পালন করা যাবে বলে জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। তিনি আরও বলেন, সৌদি জাতীয় মালিকানাধীন বিমানে গেলে ওমরাহ যাত্রীদের অনঅ্যারাইভাল প্রবেশের সুযোগ দেওয়া হবে।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে সৌদি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান রাষ্ট্রদূত।
তিনি বলেন, আগামী বছরে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফর করবেন।
প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ঐ সফরে দুদেশের মধ্যকার সব সমস্যার সমাধান দূর হয়ে যাবে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
অভিবাসী কর্মীদের ভিসা ফি নেওয়া হয়না জানিয়ে রাষ্ট্রদূত আরও বলেন,স্মার্ট কার্ড আগে দিলে ৯০ শতাংশ সমস্যার সমাধান হবে।
পাঠকের মতামত