ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/১০/২০২৩ ৬:১০ পিএম

এখন থেকে ভিসা ছাড়াই ওমরাহ হ্বজ পালন করা যাবে বলে জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। তিনি আরও বলেন, সৌদি জাতীয় মালিকানাধীন বিমানে গেলে ওমরাহ যাত্রীদের অনঅ্যারাইভাল প্রবেশের সুযোগ দেওয়া হবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে সৌদি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান রাষ্ট্রদূত।

তিনি বলেন, আগামী বছরে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফর করবেন।

প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ঐ সফরে দুদেশের মধ্যকার সব সমস্যার সমাধান দূর হয়ে যাবে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

অভিবাসী কর্মীদের ভিসা ফি নেওয়া হয়না জানিয়ে রাষ্ট্রদূত আরও বলেন,স্মার্ট কার্ড আগে দিলে ৯০ শতাংশ সমস্যার সমাধান হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের আত্তীকরণের পক্ষে নয় বাংলাদেশ: পররাষ্ট্র সচিব

রোহিঙ্গাদের আত্তীকরণ বাংলাদেশের জন্য বিবেচনাযোগ্য বিকল্প নয় বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঢাকা প্রধান ল্যান্স ...

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে ঢুকতে বিধিনিষেধ

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশে বিধিনিষেধসহ ১০টি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি ...