প্রকাশিত: ২৬/০৫/২০১৬ ৭:১৬ এএম

g„gRm~1মো:মামুন বিশ্বাস ,নাটোর থেকে ফিরে ::

ফুটফুটে এতিম বাচ্ছা ফাতেমা  এখনো ভালো করে বোঝেনি সুন্দর এই পৃথিবীর ভালো-মন্দ। একটু একটু করে মৃত্যুর কোলে এগিয়ে যাওয়া সম্পর্কেও কিছু জানে না। দরিদ্র মাতা অকালেই হারাতে চান না তার আদরের ধনকে। দিশেহারা মা’ও চান না নাড়িছেড়া একমাত্র মেয়ের অকাল বিদায়। দ্ররিদ্র কুটিরে জš§ নেয়া এমনই এক হতভাগা মেয়ের নাম ফাতেমা খাতুন রেমি। বয়স ১১ বছর। নাটোর বনলতা বালিকা উচ্ছ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর লেখাপড়া করতো ।

মাস তিেেক আগে তার ব্র্যাড ক্যান্সার ধরা পড়েছে। তখন থেকেই দরিদ্র মাতা সর্বস্ব খুইয়ে সাহায্য তুলে চিকিতসার অর্থ যোগান দিয়ে যাচ্ছে। নাটোর জেলা সদর উপজেলার পৌর সদরের চকবৌদ্ধনাথ গ্রামের দ্ররিদ্র তানিয়া আক্তার আখি  খাতুনের একমাত্র মেয়ে ফাতেমা ।ফাতেমার বাবা ১০ বছর আগেই তার মাকে ডির্ভোস দিয়ে চলে যায় । সেই থেকে ফতেমা কে নিয়ে তার মার পথ চলা ।ভুমিহীন ফাতেমা থাকে রেলের জায়গায় ।

এক মেয়ে নিয়ে তানিয়া আক্তারের সংসার টীম টীম করেই চলছিলো। তিন মাস আগে হঠাত করেই একমাত্র মেয়ে সোনিয়া অসুস্থ্য হয়ে পড়ে। এরপর ডাক্তার ও ডাক্তারী পরীায় ধরা পড়ে সে ঘাতক ব্যাধি ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত। এরই মধ্যে একমাত্র মেয়ের চিকিৎসার জন্য ঢাকায়,রাজশাহী,নাটোর চিকিতসা বাবদ সর্বস্ব খোয়াতে হয়েছে।

চিকিতসকরা জানিয়েছেন, দ্রুত তার মেয়ের শরীরের রক্ত পরিবর্তন ও ক্যামো স্থাপন করতে হবে। এ জন্যে দরকার প্রায় ৪ লাখ টাকা। কিন্তু দরিদ্র মায়ের পক্ষে এতো টাকা যোগাড় করা মোটেও সম্ভব নয়। তানিয়া একমাত্র মেয়ের চিকিতসার জন্য দ্বারে দ্বারে ঘুরছে আর বিলাপ করছে আপনারা আমার মেয়েকে বাঁচান।বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ১৪ নং বেডে ডা: আবুল কালাম আজাদেও তত্বাবধায়নে চিকিৎসাধিন আছে ফাতেমা ।

একটি অবুঝ, নিষ্পাপ ও কোমলমতি শিশু কন্যার নিরোগ হওয়ার জন্য মানবিক সাহায্য প্রয়োজন। দেশের দানশীল, বিত্তবান ও সরকারের কাছে অত্যন্ত আকুলতার সাথে সেই আবেদন এবং আহ্বান জানিয়েছে দরিদ্র মাতা তানিয়া আক্তার। একমাত্র কন্যার জন্য আর্থিক সাহায্য কামনা করছে তানিয়া আক্তার। তাকে সাহায্য পাঠানো ঠিকানা- যোগাযোগ তানিয়া আক্তার আখিÑ০১৭৪৯৫৬৫৭৮৭ বিকাশ পারসোনাল, ব্যাংক একাউন্ট Ñমোছা:তানিয়া আক্তার আখি ,হিসাব নম্বরÑ৫৫১৪-০১-০০০৬২২২, বেসিক ব্যাংক লিমিটেড, নাটোর শাখা, জেলা-নাটোর

পাঠকের মতামত