প্রকাশিত: ১৭/০৫/২০১৬ ৯:২২ পিএম

ডেস্ক রিপোর্ট ::

নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম হুঁশিয়ার করে বলেছেন, নির্বাচনে ভোট কেন্দ্রে কেউ প্রভাব বিস্তার বা দখল করতে চাইলেই নিরাপত্তা বাহিনীকে গুলির নির্দেশ দেয়া আছে। মঙ্গলবার বিকাল ৩টায় সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রিজাইডিং অফিসারদের উদ্দেশে সিরাজুল ইসলাম বলেন, দক্ষিণাঞ্চলের কিছু ইউনিয়নে ভোটের আগের রাতে কেন্দ্র দখলের চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রশাসন তা হতে দেয়নি। আপনারা ধৈর্য ও সাহস রেখে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবেন। তিনি বলেন, নির্বাচন কমিশন শতভাগ নিরপেক্ষ থেকে ইউনিয়ন পরিষদের নির্বাচন পরিচালনা করছে। সিলেট বিভাগে ইতিমধ্যে সম্পন্ন চার ধাপের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। আসন্ন ধাপের নির্বাচনেও এ ধারা বজায় রাখতে হবে। প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এসএম এজাহারুল হক, সিলেট জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত আলী, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল লেইছ, উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক, রির্টানিং কর্মকর্তা সাদেক হোসেন, গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, জাহিদুল ইসলাম, সৌরভ পাল মিঠুন প্রমুখ। আগামী ২৮ মে ওসমানীনগর উপজেলার ৮ ইউপির ভোট গ্রহণে কর্মশালায় ৭৬ জন প্রিসাইডিং, ৩৪৫ জন সহকারী প্রিসাইডিং ও ৬৯০ জন পোলিং অফিসারসহ ১ হাজার ১৬৭ জনকে প্রশিক্ষণ দেয়া হবে। –

পাঠকের মতামত

মাদকে সয়লাব দেশ

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর স্থবিরতায় সারা দেশ মাদকে সয়লাব। গত চার বছরে দেশে অন্তত ৪০ লাখ ...

উখিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর আনোয়ারী সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই

গত ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের মানুষ নতুন ...

পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি স্থায়ী হবে না

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়া মিয়ানমারে স্থায়ী শান্তি ও ...