প্রকাশিত: ৩০/১২/২০২১ ৬:১০ পিএম

মক্কার মসজিদুল হারামে আবারও সামাজিক দূরত্ব বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সৌদি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বুধবার সৌদি আরবে ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত মধ্য আগস্টের পর দেশটিতে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এটি। এর পরিপ্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ মসজিদুল হারামে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার নির্দেশনা জারি করে।

গত ১৭ অক্টোবর মসজিদের মেঝেতে থাকা সামাজিক দূরত্ব নির্দেশক চিহ্ন মুছে ফেলেছিলেন কর্মীরা। বৃহস্পতিবার আবারও সেই চিহ্ন দেওয়া শুরু হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, তারা মসজিদুল হারামে ‘প্রার্থনাকারী ও হাজিদের সামাজিক দূরত্ব মেনে চলার’ নির্দেশনা পুনরায় জারি করবেন। তবে কখন থেকে এই নির্দেশনা জারি করা হবে তা জানানো হয়নি।

পাঠকের মতামত

হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত: সারজিস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ...

সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল উখিয়ার কিশোরের

চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ...